ছবি মুক্তির আগেই টিজার মেগাহিট তকমা পেল যশ চোপড়া ক্যাম্পের ধুম সিরিজের তৃতীয় সন্তান। আগামী ডিসেম্বরে মুক্তি পেতে চলা ‘ধুম ৩’ ছবির টিজার্সের ইউটিউবে আত্মপ্রকাশ ঘটেছে বৃহস্পতিবার।
এক মিনিট ৩৪ সেকেন্ডের এই টিজার্সে মিস্টার পারফেকসনিস্ট আমির খানকে দেখা গেছে দারুণ বাইক রাইডিংয়ে। ধুমের আগের দুটো সংস্করণে ছিলেন জন আব্রাহাম ও ঋত্বিক রোশন। যে দুজনের পেশিবহুল শরীর নিয়ে বলিউড গর্বিত। আমির সেই তালিকায় না পড়লেও তার গ্ল্যামার দিয়ে তিনি উতরে গেছেন বলেই মনে করছেন সবাই।
তবে অনেকেই বলছেন, বাইক হাতে দারুণ লাগছে ছবির ভিলেন আমিরকে। টিজারে আমিরের গলায় শোনা গেছে দারুণ ডায়লগও। আমির বললেন, ‘বান্ধে হ্যায় হাম উসকে হামপে কিসকা জোর…।’ দেখা যায়, আমিরকে হেলিকপ্টারে তাড়া করছেন পুলিশ অভিষেক বচ্চন। আর আমির একের পর বাধা টপকে বাইক নিয়ে দিব্যি চলেছেন। ঠিক যেমনটা ধুমের আগের দুই সিরিজে করেছিলেন জন আর ঋত্বিক।
শুধু আমির নয় নায়িকা ক্যাটরিনাকেও টিজার্স পাওয়া গেল জমকালো পোশাকে। আর তাতেই প্রথম পাঁচ ঘণ্টায় ‘ধুম ৩’ ছবির টিজার ভিউয়ার্স সংখ্যায় ৭৫ হাজার ছুঁয়ে ফেলল।
উল্লেখ্য, বলিউডে মেগা বাজেটের ছবিকে প্রোমোট করার জন্য এখন এই টিজার্সের রিলিজ করা হয়। কয়েকবছর আগে অবশ্য কোনো ছবির প্রোমো থেকেই প্রচার হত। ‘ধুম ৩’ এর ক্ষেত্রে ব্যাপরটা অন্যরকম ঘটছে। আগস্টের মাঝামাঝি রিলিজ করা হয়েছিল পোস্টার, এবার রিলিজ করা হলো টিজার্স। আশা করা হচ্ছে অক্টোবরের মাঝামাঝি এর অফিসিয়াল প্রোমো রিলিজ করা হবে।
COMMENTS