মেয়েদেরকে দিকে প্রতারণার নতুন খবর পাওয়া গেছে। জানা যায়, সুন্দরী মহিলাদের পাত্রী সাজিয়ে তাদের বিদেশী নাগরিক পরিচয় দিয়ে পাঁচ-ছয় বছর যাবত রাজধানীতে সাধারণ মানুষের সঙ্গে প্রতারণা করে আসছে একটি চক্র। গত শুক্রবার রাত ১২টা থেকে শনিবার সন্ধ্যা সাতটা পর্যন্ত অভিযান চালিয়ে এ চক্রের মূল হোতাসহ আটজনকে গ্রেফতার করেছে পুলিশ।
রোববার দুপুরে রাজধানীর মিন্টো রোডে ঢাকা মাহনগর পুলিশের (ডিএমপি) মিডিয়া সেন্টার থেকে সাংবাদিকদের এসব তথ্য জানানো হয়।
গ্রেফতারকৃতরা হলেন, প্রতারক চক্রের মূল হোতা এরশাদ (৩৮), মো. আলমগীর হোসেন ওরফে বাদশা (৩৪), মো. ইকবাল হোসেন (২৮), মো. জাহাঙ্গীর (৩৩), আসমাউল হুসনা মিশু (২৪), সাদিয়া মিতু (২৬), সায়লা শারমীন (৩৬) ও সালমা (২৮)।
পুলিশ জানায়, ওই বাড়িতে তারা কিছু সুন্দরী মহিলাকে অস্ট্রেলিয়া, কানাডা, ইংল্যান্ড ও আমেরিকার নাগরিক পরিচয় দিয়ে পাত্রী সাজিয়ে পত্রিকায় ‘পাত্র চাই’বিজ্ঞাপনের মাধ্যমে প্রতারণা করছে। তাদের বিজ্ঞাপন দেখে লোকজন তাদের সঙ্গে মোবাইলে যোগাযোগ করে। পরে তাদের কথিত কাউন্সিলরদের মাধ্যমে ম্যারেজ মিডিয়া অফিসে নিয়ে যায়।
এভাবে হাজারো মানুষ প্রতারণার স্বীকার হচ্ছে বলে সংবাদ সম্মেলনে পুলিশ জানায়।
COMMENTS