![]() |
গোয়েন্দা পুলিশ কোনাবাড়ি বাসস্ট্যান্ড এলাকায় অভিযান চালিয়ে ফেনসিডিল উদ্ধার করে। |
গাজীপুর সদর উপজেলার কোণাবাড়ী ও কালীগঞ্জ উপজেলার জামালপুর থেকে ফেনসিডিল এবং গাজাসহ দুই ব্যাক্তিকে গ্রেপ্তার করেছে আইনশৃঙ্খলা রক্ষা বাহিনীর সদস্যরা। ২ সেপ্টেম্বর সোমবার মাদকদ্রব্য উদ্ধারের সাথে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হল-রাজশাহী জেলার পুটিয়া উপজেলার ফুলবাড়ী গ্রামের আজিম উদ্দিন প্রামাণিকের ছেলে আব্দুল ওয়াহাব (৩৮) ও গাজীপুরের কালীগঞ্জ উপজেলার জামালপুর গ্রামের মো: কামাল হোসেন (৪৫)।
গাজীপুর ডিবি পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা এম এ খায়ের জানান, সোমবার সকাল সাতটার দিকে আব্দুল ওয়াহাব রাজশাহী থেকে একটি ট্রাকযোগে গাজীপুর সদর উপজেলার কোণাবাড়ী বাজারে নামেন। এসময় তার সাথে থাকা একটি বস্তা নিয়ে সন্দেহজনকভাবে ঘোরাফেরা করে। এসময় ডিবি পুলিশের সদস্যরা তার বস্তা তল্লাশী করে নারিকেলের সাথে থাকা দুই’শ বোতল ফেনসিডিল উদ্ধার করে। পরে তাকে গ্রেপ্তার করে জয়দেবপুর থানায় একটি মামলা মামলা রুজু করা হয়।
এদিকে, কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল ইসলাম ভুঁইয়া জানান, সোমবার ভোর পাঁচটার দিকে কালীগঞ্জের জামালপুর গ্রামের কামাল হোসেনের বাড়িতে অভিযান চালানো হয়। এসময় তার ঘরে থাকা চার’শ গ্রাম গাঁজা উদ্ধার ও তাকে গ্রেপ্তার করা হয়।
প্রসঙ্গত, গ্রেপ্তারকৃতদের সোমবার আদালতে পাঠানো হলে আদালত তাদের জেলহাজাতে পাঠানোর নির্দেশ দেন।
COMMENTS