আদালতে বিচারাধীন ২৪১টি মামলার প্রায় ৩২ লাখ টাকা মূল্যের মাদকদ্রব্য বিনষ্ট করা হয়েছে। বছরের বিভিন্ন সময় জেলায় অভিযান চালিয়ে এ মাদকদ্রব্য জব্দ করে আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যরা।
বুধবার দুপুর ১২টায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর গাজীপুর সার্কেল অফিসের সামনে ওই আলামত ধংস করা হয়।
বুধবার দুপুর ১২টায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর গাজীপুর সার্কেল অফিসের সামনে ওই আলামত ধংস করা হয়।
এসময় নির্বাহী ম্যাজিস্ট্রেট আ ন ম বদরুদ্দোজা, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর গাজীপুর রেঞ্জের তত্ত্বাবধায়ক মো. রাজিউর রহমান, গাজীপুর সার্কেলের পরিদর্শক দেওয়ান মোহাম্মদ জিল্লুর রহমানসহ সরকারি কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর গাজীপুর সার্কেলের পরিদর্শক দেওয়ান মোহাম্মদ জিল্লুর রহমান বাংলানিউজকে জানান, বিনষ্ট করা আলামতের মধ্যে রয়েছে ৪৫১ বোতল ফেন্সিডিল, ১৫০ গ্রাম হেরোইন, ৩৭ কেজি ৮০ গ্রাম গাঁজা, ২৮টি গাঁজা গাছ, ৯১ বোতল বিদেশি মদ, ২০৯ ক্যান বিয়ার, ৫৪ পিস ইয়াবা ও ১৬০৮ লিটার চোলাইমদ।
এসবের আনুমানিক মূল্য প্রায় ৩২ লাখ টাকা বলে জিল্লুর রহমান স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।
COMMENTS