অভিযান চালিয়ে শিমুলতলি এলাকার একটি বাড়ি থেকে ১৯০০ পিস ইয়াবাসহ দুইজনকে আটক করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন র্যাব-১।
বুধবার সন্ধ্যায় র্যাব-১ এর শিমুলতলী ক্যাম্পের সহকারী পরিচালক জিয়াউর রহমান এসব তথ্য জানান।
বুধবার সন্ধ্যায় র্যাব-১ এর শিমুলতলী ক্যাম্পের সহকারী পরিচালক জিয়াউর রহমান এসব তথ্য জানান।
আটকরা হলেন, গাজীপুর মহানগরের শিমুলতলী গ্রামের আবু সিদ্দিক (৩২) ও শ্রীপুর উপজেলার লোহাগাছিয়া গ্রামের হেলাল উদ্দিন (৩২)।
র্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে শিমুলতলীর একটি বাড়িতে অভিযান চালিয়ে ১৯০০পিস ইয়াবা ও এক লাখ ৪৫ হাজার পাঁচ’শ টাকাসহ দুইজনকে আটক করা হয়েছে। আটককৃতরা ইয়াবা বিক্রির জন্য প্রস্তুতি নেওয়ার সময় এ অভিযান চালানো হয়। তাদের বিরুদ্ধে মামলা দিয়ে বুধবার রাতেই জয়দেবপুর থানায় সোপর্দ করা হয়।
COMMENTS