ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) সিনেটে গ্র্যাজুয়েট প্রতিনিধি নির্বাচনে সরকার সমর্থিত গণতান্ত্রিক ঐক্যপরিষদ ১৮টি পদ পেয়ে একক সংখ্যাগরিষ্ঠতা অর্জন করে বিজয়ী হয়েছে।
এছাড়া বিএনপি-জামায়াত সমর্থিত জাতীয়তাবাদী পরিষদ পেয়েছে ৭টি পদ, সমন্বিত পরিষদ কোনো পদ পায়নি।
রোববার এ নির্বাচনের ভোট গণনা শেষে এ ফলাফল জানা যায়।
এছাড়া বিএনপি-জামায়াত সমর্থিত জাতীয়তাবাদী পরিষদ পেয়েছে ৭টি পদ, সমন্বিত পরিষদ কোনো পদ পায়নি।
রোববার এ নির্বাচনের ভোট গণনা শেষে এ ফলাফল জানা যায়।
নির্বাচনে গণতান্ত্রিক ঐক্যপরিষদের বিজয়ী প্রার্থীরা হলেন- ঢাকা বিশ্ববিদ্যালয়ের জগন্নাথ হল প্রাধ্যক্ষ অধ্যাপক ড. অসীম সরকার, বৈশাখী টেলিভিশনের প্রধান সম্পাদক এআরএম মঞ্জুরুল আহসান বুলবুল, এনার্জিপ্যাকের ব্যবস্থাপনা পরিচালক এএইচএম এনামুল হক চৌধুরী, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের অধ্যাপক ড. একেএম গোলাম রব্বানী, জনতা ব্যাংক লিমিটেডের সিনিয়র এক্সিকিউটিভ অফিসার এবিএম বদরুদ্দোজা, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের প্রাণ রসায়ন বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ডা. এম ইকবাল আর্সনাল, রুপালী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক এম ফরিদউদ্দিন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের মৃত্তিকা, পানি ও পরিবেশ বিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. এসএম ইমামুল হক, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সদস্য এসএম বাহালুল হক চুন্নু, প্রশিকা মানবিক উন্নয়ন কেন্দ্রের পরিচালক ও মানবাধিকার কর্মী নার্গিস জাহান বানু, বিশ্ব শিক্ষক ফেডারেশনের সভাপতি ও এশিয়াটিক স্যোসাইটির সহ-সভাপতি মাহফুজা খানম, ইউআইটিএসের ভিসি ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজকল্যাণ বিভাগের অধ্যাপক ড. মুহাম্মদ আবদুস সামাদ (কবি মুহাম্মদ সামাদ), বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর ড. মুহাম্মদ ফরাস উদ্দিন, বাংলাদেশ কলেজ বিশ্ববিদ্যালয় সমিতির প্রেসিডিয়াম সদস্য অধ্যাপক মোহাম্মদ আব্দুল বারী, স্যার এএফ রহমান হলের প্রাধ্যক্ষ অধ্যাপক ড. মো. আজিজুর রহমান, এপোলো গ্রুপের চেয়ারম্যান ড. মো. শামসুল হক ভূঁইয়া, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের শিক্ষক অধ্যাপক ডা. মো. শারফুদ্দিন আহমেদ, ইন্টারন্যাশনাল থিয়েটার ইনস্টিটিউটের আন্তর্জাতিক সভাপতি রামেন্দু (কৃষ্ণ) মজুমদার।
জাতীয়তাবাদী পরিষদের বিজয়ী প্রার্থীরা হলেন- ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক প্রো-ভিসি অধ্যাপক ড. আ ফ ম ইউসুফ হায়দার, ঢাকা বিশ্ববিদ্যালয়ের উদ্ভিদ বিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. আবদুল আজিজ, রসায়ন বিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. উম্মে কুলসুম রওজাতুর রোম্মান, বাংলাদেশ সুপ্রীম কোর্টের আইনজীবী ব্যারিস্টার নাসির উদ্দিন আহমেদ (অসীম), গণমাধ্যম ব্যক্তিত্ব মাহফুজ উল্লাহ, ইউসিসি গ্রুপের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ড. মো. আব্দুল হালিম পাটওয়ারী (টিটো), ঢাকা বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং বিভাগের অধ্যাপক ড. মো. মোর্শেদ হাসান খান।
উল্লেখ্য, শনিবার ঢাবি ক্যাম্পাসের তিনটি কেন্দ্রে ভোট অনুষ্ঠিত হয়।
COMMENTS