ভূমি সম্প্রসারনের দাবীতে শিক্ষা কার্য্যক্রম স্থগিত করে আন্দোলনরত ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (ডুয়েট) শিক্ষার্থীরা মঙ্গলবার এক সপ্তাহের আল্টিমেটাম ঘোষণা করেছে। তারা মঙ্গলবার গাজীপুর জেলা শহরের রাজবাড়ি সড়কে মানববন্ধন ও সংবাদ সম্মেলন করেছে।
শিক্ষার্থীরা জানায়, ডুয়েট’র ভূমি সম্প্রসারনের দাবীতে শিক্ষার্থীরা মঙ্গলবার ক্যাম্পাস থেকে বিক্ষোভ মিছিল নিয়ে বের হয়ে বিভিন্ন এলাকা প্রদক্ষিন শেষে জেলা শহরের রাজবাড়ি সড়কে এসে জড়ো হয়। সেখানে তারা ঘন্টাব্যাপী মানববন্ধন কর্মসূচি পালন করে। পরে ডুয়েট ছাত্র সংগ্রাম পরিষদের উদ্যোগে এক সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন ছাত্র সংগ্রাম পরিষদের আহবায়ক আব্দুল্লাহ আল মাসুম। তিনি বলেন, দেড় বছর ধরে শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস সম্প্রসারণের দাবিতে আন্দোলন করে আসছে। জমি অধিগ্রহনের বিষয়টি কিছু দুর এগোলেও আমলাতান্ত্রিক জটিলতার কারণে তা বারবার বাধাগ্রস্থ হচ্ছে। আগামি সাত কর্ম দিবসের মধ্যে তাদের জমি সংক্রান্ত বিষয়ে কোন অগ্রগতি না হলে বৃহত্তর আন্দোলনের কর্মসূচি ঘোষণা করা হবে। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন, ছাত্র সংগ্রাম পরিষদের মোজাম্মেল হক মজুমদার, কামাল হোসেন, নাহিদ হোসেন, হানিফ মাহমুদ, সাকিব রেজা চৌধুরী, মাহবুবুর রহমান, নাসির উদ্দিন প্রমুখ।
উল্লেখ্য, ক্যাম্পাসের ভূমি সম্প্রসারনের দাবিতে গত বছরের ১৬ মে থেকে ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা ছাত্র-সংগ্রাম পরিষদের ব্যানারে আন্দোলন করে আসছে।
COMMENTS