আশিস সৈকত ও সাইদুর রহমান: আসন্ন দশম জাতীয় সংসদ নির্বাচনের জন্য আসনভিত্তিক ভোটার তালিকা চূড়ান্ত করেছে নির্বাচন কমিশন (ইসি)। গত সপ্তাহে কমিশন এ তালিকা চূড়ান্ত করে। ভোটার তালিকা হালনাগাদ এবং ৫৩টি আসনের সীমানা পুনর্নির্ধারণের পর এই হিসাব দাঁড়িয়েছে। সব মিলিয়ে ৩০০টি আসনের ভোটার সংখ্যা ৯ কোটি ১৯ লাখ ৪৩ হাজার ৫৮৩ জন। এরমধ্যে পুরুষ ৪ কোটি ৬১ লাখ ৮ হাজার ৮১৪ এবং নারী ৪ কোটি ৫৮ লাখ ৩৪ হাজার ৭৬৯ জন।
ভোটার তালিকার বিষয়ে জানতে চাইলে নির্বাচন কমিশনার মো. শাহ নেওয়াজ বলেন, নিয়মানুযায়ী দশম সংসদ নির্বাচনের জন্য আসন ওয়ারী ভোটার তালিকা তৈরি করা হয়েছে। অক্টোবর মাসের মধ্যে ভোটার তালিকা মুদ্রণের কাজও সম্পন্ন করা হবে।
ভোটার তালিকার বিষয়ে জানতে চাইলে নির্বাচন কমিশনার মো. শাহ নেওয়াজ বলেন, নিয়মানুযায়ী দশম সংসদ নির্বাচনের জন্য আসন ওয়ারী ভোটার তালিকা তৈরি করা হয়েছে। অক্টোবর মাসের মধ্যে ভোটার তালিকা মুদ্রণের কাজও সম্পন্ন করা হবে।
নতুন করে বিন্যাসিত তালিকা অনুযায়ী সবচেয়ে বেশি ভোটার ঢাকা-১৯ আসনে। আর সবচেয়ে কম ভোটার শরীয়তপুর-২ আসনে। ঢাকা-১৯ আসনের (আমিন বাজার, তেঁতুলঝড়া, ভাকুর্তা ও কাউন্দিয়া ইউনিয়ন বাদ দিয়ে সাভার উপজেলা নিয়ে গঠিত) ভোটার সংখ্যা ৬ লাখ ৭৮ হাজার ৬৫৭ জন। আর নরিয়া উপজেলা ও সখিপুর থানা নিয়ে গঠিত শরীয়তপুর-২ আসনের ভোটার সংখ্যা ১ লাখ ৫২ হাজার ৮৪১ জন।
৩০০টি আসনের মধ্যে ছয় লাখের বেশি ভোটার রয়েছে তিনটি আসনে। এরমধ্যে গাজীপুর সিটি করপোরেশনের ১ থেকে ১৮ নম্বর ওয়ার্ড এবং কালিয়াকৈর উপজেলা নিয়ে গঠিত গাজীপুর-১ আসনের ভোটার সংখ্যা ৬ লাখ ৯ হাজার ৬৫২ এবং গাজীপুর সিটির ১৯ থেকে ৩৮ নম্বর, ৪৩ থেকে ৫৭ নম্বর ওয়ার্ড এবং গাজীপুর ক্যান্টনমেন্ট নিয়ে গঠিত গাজীপুর-২ আসনের ভোটার সংখ্যা ৬ লাখ ৭১ হাজার ৮৮৩ জন।
দুইটি আসনের ভোটার সংখ্যা পাঁচ লাখের ওপরে। এরমধ্যে সদর উপজেলা নিয়ে গঠিত ময়মনসিংহ-৪ আসনের ভোটার সংখ্যা ৫ লাখ ১ হাজার ৩৪৩ জন এবং নারায়ণগঞ্জ থানা ও বন্দর থানা নিয়ে গঠিত নারায়ণগঞ্জ-৫ আসনের ভোটার ৫ লাখ ৩৪ হাজার ৫২২ জন। এছাড়া ১৯টি আসনের ভোটার সংখ্যা চার লাখের বেশি। আসনগুলো হলো: দিনাজপুর-৬, রংপুর-৩, কুড়িগ্রাম-১, কুড়িগ্রাম-২, বগুড়া-৫, বগুড়া-৭, যশোর-৩, ঢাকা-৫, ঢাকা-১৮, রাজবাড়ী-২, সিলেট-১, ব্রাহ্মণবাড়ীয়া-৩, কুমিল্লা-১০, নোয়াখালী-৪, চট্টগ্রাম-৮, চট্টগ্রাম-১০, চট্টগ্রাম-১১, ঢাকা-২ ও নারায়ণগঞ্জ-৫।
সীমানা পুনর্নির্ধারিত ৫৩টি আসনের ভোটার
সীমানা পুনর্নির্ধারিত ৫৩টি আসনের মধ্যে রংপুর-১ আসনে ভোটার ১ লাখ ৯৮ হাজার ৯৭৭ জন, রংপুর-৩ আসনে ৪ লাখ ৫৫ হাজার ৬০১, কুড়িগ্রাম-২ আসনে ৪ লাখ ৩৭ হাজার ১৯২, কুড়িগ্রাম-৩ আসনে ৩ লাখ ২৪ হাজার ৭৪২, কুড়িগ্রাম-৪ আসনে ২ লাখ ৩ হাজার ৪৭, বগুড়া-১ আসনে ২ লাখ ৮৫ হাজার ৫৪, বগুড়া-৫ আসনে ৪ লাখ ২৮ হাজার ৪৩৩, যশোর-৩ আসনে ৪ লাখ ৬৭ হাজার ৮২২, যশোর-৪ আসনে ৩ লাখ ৩৮ হাজার ৬৯১, যশোর-৫ আসনে ২ লাখ ৮৬ হাজার ৪৯২, যশোর-৬ আসনে ১ লাখ ৭৪ হাজার ৩১৫, খুলনা-১ আসনে ২ লাখ ২৯ হাজার ৩৬২, খুলনা-৬ আসনে ৩ লাখ ২৩ হাজার ১৫৪, পটুয়াখালী-১ আসনে ৩ লাখ ৩২ হাজার ৮৩০, পটুয়াখালী-২ আসনে ২ লাখ ১৮ হাজার ৬৫৮, পটুয়াখালী-৩ আসনে ২ লাখ ৫১ হাজার ২০৭, পিরোজপুর-১ আসনে ৩ লাখ ৬৬ হাজার ৬৬৭, পিরোজপুর-২ আসনে ১ লাখ ৮৭ হাজার ৬৮৫, পিরোজপুর-৩ আসনে ১ লাখ ৬৯ হাজার ২৯৫, জামালপুর-২ আসনে ১ লাখ ৯৫ হাজার ৫৮৭, জামালপুর-৩ আসনে ৩ লাখ ৭৬ হাজার ৪৭৩, ময়মনসিংহ-২ আসনে ৩ লাখ ৯০ হাজার ৩৫২, ময়মনসিংহ-৩ আসনে ২ লাখ ৪ হাজার ৬৪৩, ময়মনসিংহ-৪ আসনে ৫ লাখ ১ হাজার ৩৪৩, নেত্রকোনা-২ আসনে ৩ লাখ ৪৩ হাজার ৯৫৬, নেত্রকোনা-৫ আসনে ১ লাখ ৯২ হাজার ৫৫২, ঢাকা-১৪ আসনে ৩ লাখ ৭৯ হাজার ৬২৩, ঢাকা-১৯ আসনে ৬ লাখ ৭৮ হাজার ৬৫৭, গাজীপুর-২ আসনে ৬ লাখ ৭১ হাজার ৮৮৩, গাজীপুর-৩ আসনে ৩ লাখ ৮০ হাজার ৭৩৭, নরসিংদী-১ আসনে ৩ লাখ ২৯ হাজার ৫৮৩, নরসিংদী-২ আসনে ২ লাখ ৩ হাজার ৩৮২, নরসিংদী-৩ আসনে ১ লাখ ৯২ হাজার ২৪৫, নরসিংদী-৫ আসনে ৩ লাখ ২২ হাজার ৩৩৪, নারায়ণগঞ্জ-৩ আসনে ২ লাখ ৪৯ হাজার ৫, নারায়ণগঞ্জ-৪ আসনে ৪ লাখ ৪১ হাজার ৫৩২, সুনামগঞ্জ-৪ আসনে ২ লাখ ৪৮ হাজার ৯৮৮, সুনামগঞ্জ-৫ আসনে ৩ লাখ ৫২ হাজার ১৪, ব্রাহ্মণবাড়িয়া-১ আসনে ১ লাখ ৮৯ হাজার ১২৩, ব্রাহ্মণবাড়িয়া-২ আসনে ২ লাখ ৯২ হাজার ৫৯৬, ব্রাহ্মণবাড়িয়া-৩ আসনে ৪ লাখ ৪৫ হাজার ২০, কুমিল্লা-৬ আসনে ৩ লাখ ১৬ হাজার ৫১৩, কুমিল্লা-৭ আসনে ২ লাখ ৮৩ হাজার ১৮৫, কুমিল্লা-৮ আসনে ১ লাখ ৯১ হাজার ৩০০, কুমিল্লা-১০ আসনে ৪ লাখ ৮৫ হাজার ৭২৪, চাঁদপুর-১ আসনে ২ লাখ ২৫ হাজার ২০৬, চাঁদপুর-২ আসনে ৩ লাখ ৩৬ হাজার ৭৭৩, চট্টগ্রাম-৫ আসনে ৩ লাখ ৮০ হাজার ৯২৩, চট্টগ্রাম-৬ আসনে ২ লাখ ৩৭ হাজার ২০৯, চট্টগ্রাম-৮ আসনে ৪ লাখ ৩১ হাজার ৬১০, চট্টগ্রাম-১৩ আসনে ২ লাখ ৭২ হাজার ২৯০, চট্টগ্রাম-১৪ আসনে ২ লাখ ১৫ হাজার ৮৪১ এবং চট্টগ্রাম-১৫ আসনে ৩ লাখ ৩৬ হাজার ৩২৪ জন।
COMMENTS