মৎস্য সম্পদের অভয়ারণ্য ভোলার মনপুরার মেঘনায় মৌসুমের শেষ পর্যায়ে জেলেদের জালে ধরা পড়ছে ঝাঁকে ঝাঁকে রুপালী ইলিশ। জেলেদের মুখে দেখা দিয়েছে হাসির ঝিলিক। মেঘনায় জেলে পাড়ার জেলেরা মাছ শিকারে মহাব্যস্ত। জেলে পাড়ায় দেখা গেছে আনন্দ উল্লাস। মেঘনায় প্রচুর ইলিশ ধরা পড়ায় অনেক জেলে আড়তদারদের দেনা পরিশোধ করতে সক্ষম হয়েছে। এবারের মৌসুমের শুরুতে ইলিশের তেমন একটা দেখা মিলেনি। মৌসুমের শেষ সময়ে জেলেদের জালে ইলিশের দেখা মিলছে। জেলেদের পেছনে লাখ লাখ টাকা বিনিয়োগ করছে মেঘনার আড়তদার
জেলে মোছলেউদ্দিন, জসিম, জাহাঙ্গীর, ইসলাম, কালাম জানান, ভাই মেঘনায় প্রচুর ইলিশ মাছ ধরা পড়ায় আল্লাহর রহমতে আমরা ভালই আছি। ইলিশ বিক্রি করে দেনা শোধ করে এ বছর আমরা ভালই থাকব। আড়তদার নিজামউদ্দিন হাওলাদার, হাফেজ, রহিম, কামাল, মিজান, হোসেন, শাহেআলম, আলমগীর, ফরহাদ বলেন, নদীতে মাছ ধরা পড়ায় আমরা ভালই আছি। জেলেদের সাপ্তাহিক বিল চালাতে কোন সমস্যা হচ্ছে না।
COMMENTS