বিশিষ্ট লালন সংগীতশিল্পী ফরিদা পারভীন বলেছেন, শাহ আবদুল করিম তো বাউল-ই না। গতকাল জনপ্রিয় অনলাইন সংবাদ মাধ্যম বাংলা নিউজকে দেয়া সাক্ষাত্কারে শাহ আবদুল করিম সম্পর্কে ফরিদা পারভীন বলেন- ‘এখন শুনি শাহ আবদুল করিমকে বাউল সম্রাট বলা হচ্ছে। শাহ আবদুল করিম তো বাউল-ই না। ধর্মীয় মতবাদ মেনে চলতেন এমনও না। বামপন্থী লোক ছিলেন। কাকে কী বলা যায় এই বিষয়টাতেও আমাদের দেশে সচেতনতা কম।’
ব্যান্ড শিল্পী হয়ে লালন সংগীত গান যারা, তাদের সম্পর্কে বলেছেন, ‘কাক কাকের জায়গায় থাকা উচিত। ময়ূরপুচ্ছ পরে ময়ূর হওয়া যায় না। ব্যান্ড ব্যাপারটাই হচ্ছে পশ্চিমের জিনিস। আমরা কেন তাদের অনুসরণ করব। তারা কি লোকজ গানগুলো গাইছে?’
বর্তমান সঙ্গীতাঙ্গন নিয়ে নিজের অভিমত ব্যক্ত করেন এভাবে, 'চলছে এখন সঙ্গীত সন্ত্রাস। ফিউশনের নবমে কনফিউশন তৈরী করা হচ্ছে। নকল আর বিকৃতির মহা উৎসব চলছে যেনো। আমার খারাপ লাগে যারা এসব করছে তাদের গলা কিন্তু খারাপ না। ভালোই গায় তারা। তবে কেনো করছে এমন?...অনেকেই পুরনো গান রিমেক করে।কি দরকার এমন গাওয়ার? টেলিভিশনে গাওয়ার সময় অনেকই নামই মুখে নেয় না। আর যে ক'জন বলে তাদের বলার ভঙ্গি খুবই দৃষ্টিকটু লাগে। 'গাইছি লতার গান বা সন্ধ্যার গান'। যেখানে পুরো ভারতবর্ষ তাদেরকে ডাকে লতাজি, সন্ধ্যাজি নামে। সঠিকভাবে প্রাপ্য সম্মান দিতেও যেনো বিরাট কষ্ট।'
রিয়েলিটি শো-গুলোর বিচারব্যবস্থা নিয়ে তিনি সমালোচনা করেন। এসএমএস পদ্ধতি নিয়ে ব্যবসা করা হচ্ছে বলে তিনি মন্তব্য করেছেন।
সংগীতশিল্পী ফরিদা পারভীনের এই সাক্ষাৎকারটি নিয়ে এখন সবমহলে চলছে আলোচনার ঝড়।
COMMENTS