বিশ্বের বিভিন্ন দেশের মতো বাংলাদেশেও এবার ফেইসবুক ভিত্তিক সেক্স বিজনেস জমজমাট হয়ে উঠেছে। বর্তমান সময়ের সবচেয়ে জনপ্রিয় সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইসবুকে দেয়া হচ্ছে নান চমকপ্রদ অফার। একদল সংঘবদ্ধ সিন্ডিকেট ফেসবুকের এ জনপ্রিয়তাকে কাজে লাগিয়ে প্রতিনিয়তই প্রতারিত করছেন সাধারণ মানুষকে। আর প্রতারণার অস্ত্র হিসেবে বেছে নেয়া হচ্ছে যৌন আবেদনকে।
বিভিন্ন বয়সী মেয়েদের যৌন আবেদনময়ী খোলামেলা শরীরের নগ্ন-অর্ধনগ্ন ছবি পোষ্ট করে আহ্বান করা হচ্ছে ফোনসেক্স, রুম ডেটিংয়ের জন্য। এসব প্রস্তাবে সাড়া দিয়ে অনেকেই প্রতারিত হচ্ছেন। এমনই একটি চমকপ্রদ অফারে বলা হয়েছে- হ্যালো বন্ধুরা, বিগত দিনে আমরা অনেকবার সেক্স পাটিঁ করেছি। আপনাদের অনেক সাড়া পেয়েছি এবং আমরা সফল হয়েছি। তারই ধারাবাহিকতায় ১৩ সেপ্টেম্বর আমরা আয়োজন করতে যাচ্ছি সেক্স পার্টি। ঢাকা, চট্রগ্রাম ও সিলেটে এ পার্টি অনুষ্ঠিত হবে। বিকাশ’র মাধ্যমে ৩০০০ টাকা পাঠিয়ে দিয়ে রেজিষ্টেশন করতে হবে। পাটিঁতে রেজিষ্টেশনের শেষ তারিখ ১১ সেপ্টেম্বর।
প্রকাশ্যে এ অফারটি দেয়া হয়েছে ‘বিডি কল গার্ল লিমিটেড’ নামের একটি ফেসবুক পেজ থেকে। ফ্যান পেজটিতে দেখা যাচ্ছে বেশ কয়েকটি মেয়ের ছবি দেয়া। তাদের নাম উল্লেখ করে ২ ঘন্টা সময়ের জন্য ২,৫০০ থেকে ৩ হাজার টাকা অফার দেয়া হয়েছে। যোগাযোগের জন্য দেয়া হয়েছে মোবাইল নাম্বার। সেই সাথে রয়েছে ‘রেজিষ্টেশন’ করার নিয়মাবলী। পাঠকের ধারণা হতে পারে, এ যেন কোন প্রতিযোগিতার জন্য নাম তালিকাভুক্তকরণ চলছে। কিন্তু রেজিষ্ট্রেশন প্রক্রিয়ার দিকে একবার তাকালেই বিব্রত হতে হবে।
এসব পেজে প্রতিনিয়তই এমন মেয়েদের বিভিন্ন ছবি দিয়ে নানা ধরণের অফার দেয়া হয়। এক্ষেত্রে ফোন করার জন্য সময়সীমা প্রতিদিন সকাল ৮টা থেকে রাত ১০টা বেঁধে দেয়া হয়। একটি অফার পোস্টের নমুনা দেখুন। অফারটি শুধু আজ এবং কালকের জন্য-
Name : Ahona
Price : 3000 taka
Tima : 2 Hours
৫০% এডভান্স করার পর আমদের লোকেশন বলা হবে। আপনি যদি অফারটি নিতে চান তাহলে এখন-ই আমাদের সাথে যোগাযোগ করুন। আমাদের নাম্বার : ০১৮ ৫৩ ৬৬ ৭৯ ৫৩ (সজিব- বিডি কল গার্ল লিমিটেড)
পেজগুলোতে বলা হয়, তাদের পাটিঁতে সর্বোচ্চ ২ জনের সাথে মিলিত হওয়া যাবে। থাকবে ড্রিংকসের ব্যবস্থা। সেইসাথে ডিজে পার্টি এবং খাওয়া-দাওয়ার ব্যবস্থা থাকছে। তবে বারবার তাদের নোটিশগুলো ফোনে কাজের কথা ব্যতিত অন্য কথা না বলার জন্য আহ্বান জানানো হয়। একইসাথে স্কুল কলেজের ছাত্র ছাত্রীসহ বিভিন্ন বয়সের ছেলে-মেয়েদের ‘পর্ণস্টার’ বানানোর অফার দেয়া হয়েছে।
এরকম চক্রের নিয়ন্ত্রিত অপর একটি ওয়েব সাইটে দেখা যাচ্ছে আহনা, রিয়া, পলি, শিলা, রিতা, সেলিনা, লিজা, ডায়না, নিপা খান, পপি, রেশমা, আখি, নয়ন, ঝরনা, আমিনা এবং মিথিসহ বেশ কিছু মেয়ের অর্ধ নগ্ন ছবি দেয়া। কথিত এসব কর্লগার্লের সাথে রয়েছে মিলিত হওয়ার সুযোগ। একই সাথে রয়েছে প্রত্যেকের সাথে সময় কাটানোর জন্য ‘টাকার’ পরিমান। মুঠোফেনে পেজটির প্রোপাইটার সজিবের সাথে যোগাযোগ করা হলে সার্ভিস সর্ম্পকে বর্ননা দেন। তবে দেখা করতে চাইলে রাজি হননি সজিব।
সজিব বলেন, আজ রাতে অহনা নামের একটি মেয়ে (ফেসবুকে ছবি দেয়া) ২ ঘন্টার জন্য দেয়া হবে। এর জন্য ৩০০০ টাকা দিতে হবে তার (সজিবের) নিজস্ব বিকাশ নাম্বারে। তারপর ক্রেতাকে অহনার কাছে নিয়ে যাওয়া হবে। তিনি জানান, তার কাছে ২৫ থেকে ৩০ জন মেয়ে আছে। আর ফোনে সময় কাটানোর জন্য রয়েছে ৪ জন মেয়ে। এই প্রতিবেদক যে কোন একজন মেয়ের সাথে কথা বলতে চাইলে সজিব আগে টাকা পরিশোধ করতে বলেন। পার্টির বিষয়ে সজিব বলেন, প্রতি সপ্তাহে ফামর্গেটে পার্টির আয়োজন করা হয়। রাজধানীর বাইরে চট্টগ্রাম ও সিলেটেও রয়েছে এ বিশেষ আয়োজন।
ফেসবুকে বাংলাদেশী ও ভারতের বিভিন্ন মডেলের নগ্ন অর্ধ নগ্ন ছবি দিয়ে নান বাহারি নাম ব্যবহার করে ফোন নাম্বার দেয়া হয়েছে। এসব ফোনে যোগাযোগ করা হলে কথাও বলছেন মেয়েরাই। কখনো একা আবার কখনো কয়েকটি মেয়ের কণ্ঠ শোনা যায়।
ফেসবুক ভিত্তিক জমজমাট সেক্স বিজনেসের সঙ্গে জড়িতে আরো কিছু পেজ হচ্ছে- বিডি কলগার্ল বাজার, কলগার্ল, কলগার্লস, বাংলাদেশী কলগার্ল, ঢাকা কলগার্ল, ঢাকা টপ কলগাল, কলকাতার কলগার্ল, নাইটক্লাব, বিডিনাইট ক্লাব, বাংলাদেশের বিভাগীয় শহর এবং ভারতের বিভিন্ন রাজ্যের নাম দিয়েও কলগার্ল শব্দ যোগ করেও এ ধরনের অসংখ্য পেজ তৈরি করা হয়েছে। এছাড়াও আছে সাধারণ নামে রয়েছে অনেক আইডি।