বাংলাদেশের চলচ্চিত্র জগতের সবচেয়ে সম্মানজনক পদক, জাতীয় চলচ্চিত্র পুরস্কার প্রদানের লক্ষ্যে গঠিত জুরি বোর্ডের এক বিশেষ সভায় ‘জাতীয় চলচ্চিত্র পুরস্কার ২০১২'এর পুরস্কারপ্রাপ্তদের নাম চূড়ান্ত করা হয়েছে বলে জানা গেছে।
২০১২ সালের জাতীয় চলচ্চিত্র পুরস্কার প্রদানের জন্যে র্দীঘ যাচাই বাছাই শেষে শ্রেষ্ঠ চলচ্চিত্র হিসেবে মনোনীত করা হয়েছে শাহনাজ কাকলী পরিচালিত ইমপ্রেস টেলিফিল্মের ছবি ‘উত্তরের সুর'। অন্যদিকে ইমপ্রেস টেলিফিল্মের ছবি ‘ঘেটুপুত্র কমলা' পরিচালনার জন্য মরণোত্তর পুরস্কার পাচ্ছেন হুমায়ূন আহমেদ।
২০১২ সালের জাতীয় চলচ্চিত্র পুরস্কার প্রদানের জন্যে র্দীঘ যাচাই বাছাই শেষে শ্রেষ্ঠ চলচ্চিত্র হিসেবে মনোনীত করা হয়েছে শাহনাজ কাকলী পরিচালিত ইমপ্রেস টেলিফিল্মের ছবি ‘উত্তরের সুর'। অন্যদিকে ইমপ্রেস টেলিফিল্মের ছবি ‘ঘেটুপুত্র কমলা' পরিচালনার জন্য মরণোত্তর পুরস্কার পাচ্ছেন হুমায়ূন আহমেদ।
খোদার পরে মা' ছবিতে প্রধান চরিত্রে অভিনয়ের জন্যে শ্রেষ্ঠ অভিনেতা হিসেবে পুরস্কার পাচ্ছেন শাকিব খান এবং ‘চোরাবালি' ছবিতে প্রধান চরিত্রে অভিনয়ের জন্যে শ্রেষ্ঠ অভিনেত্রীর পুরস্কার পাচ্ছেন জয়া আহসান।
দেশীয় চলচ্চিত্রের জীবন্ত কিংবদন্তি নায়করাজ রাজ্জাক পাচ্ছেন শ্রেষ্ঠ পার্শ্ব অভিনেতার পুরস্কার। শ্রেষ্ঠ চিত্রগ্রাহক হিসেবে মাহফুজুর রহমান খান ও সুরকার হিসেবে পুরস্কার পাচ্ছেন ইমন সাহা।
দেশীয় চলচ্চিত্রের জীবন্ত কিংবদন্তি নায়করাজ রাজ্জাক পাচ্ছেন শ্রেষ্ঠ পার্শ্ব অভিনেতার পুরস্কার। শ্রেষ্ঠ চিত্রগ্রাহক হিসেবে মাহফুজুর রহমান খান ও সুরকার হিসেবে পুরস্কার পাচ্ছেন ইমন সাহা।
জাতীয় চলচ্চিত্র পুরস্কারের জন্য ২১টি পূর্ণদৈর্ঘ্য ও ১টি স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র জমা পড়েছিল। ছবিগুলো হলো- রাজা সূর্য খাঁ, লালটিপ, দ্য স্পিড, জ্বি হুজুর, উত্তরের সূর, মোস্ট ওয়েলকাম, কমন জেন্ডার দ্য ফিল্ম, আমার দেশের মাটি, সে আমার মন কেড়েছে, হঠাৎ সেদিন, ঘেটুপুত্র কমলা, খোদার পরে মা, চোরাবালি, পিতা, ভালোবাসার রং, অন্তর্ধান, চারুলতা, ভালোবাসা সেন্টমার্টিনে, পরীর কথা, তুমি আসবে বলে এবং জিদ্দি বউ। এছাড়া এবার মোট ২৮টি শাখায় জাতীয় চলচ্চিত্র পুরস্কার প্রদান করা হবে বলে জানা গেছে।
এর আগে জাতীয় চলচ্চিত্র পুরস্কার ২০১২ প্রদানের লক্ষ্যে তথ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব এম হাফিজুর রহমানকে প্রধান করে একটি জুরি বোর্ড গঠন করা হয়। জুরি বোর্ডের অন্যান্য সদস্যরা হলেন- তথ্য মন্ত্রণালয়ের যুগ্ম-সচিব হারুন-উর-রশীদ, এফডিসির ব্যবস্থাপনা পরিচালক পীযূষ বন্দ্যোপাধ্যায়, বাংলাদেশ ফিল্ম আর্কাইভের মহাপরিচালক কামরুন নাহার, ঢাকা বিশ্ববিদ্যালয়ের টেলিভিশন ও ফিল্ম স্ট্যাডিস বিভাগের চেয়ারম্যান এজেএম শফিউল আলম ভুঁইয়া, চলচ্চিত্র পরিচালক হারুনূর রশীদ, সংগীত পরিচালক সুজেয় শ্যাম, অভিনেতা আলমগীর, অভিনেত্রী সুবর্ণা মুস্তাফা, সংগীতশিল্পী সাদী মুহাম্মদ, চিত্রগ্রাহক রেজা লতিফ, চলচ্চিত্র গবেষক সাজেদুল আলম এবং চলচ্চিত্র সেন্সর বোর্ডের ভাইস চেয়ারম্যান লিয়াকত আলী খান।
আগামী ডিসেম্বরে পুরস্কারপ্রাপ্তদের হাতে চলচ্চিত্র অঙ্গনের সবচেয়ে সম্মানীত জাতীয় চলচ্চিত্র পুরস্কারের ট্রফি ও চেক তুলে দেবেন প্রধান মন্ত্রী শেখ হাসিনা।
এর আগে জাতীয় চলচ্চিত্র পুরস্কার ২০১২ প্রদানের লক্ষ্যে তথ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব এম হাফিজুর রহমানকে প্রধান করে একটি জুরি বোর্ড গঠন করা হয়। জুরি বোর্ডের অন্যান্য সদস্যরা হলেন- তথ্য মন্ত্রণালয়ের যুগ্ম-সচিব হারুন-উর-রশীদ, এফডিসির ব্যবস্থাপনা পরিচালক পীযূষ বন্দ্যোপাধ্যায়, বাংলাদেশ ফিল্ম আর্কাইভের মহাপরিচালক কামরুন নাহার, ঢাকা বিশ্ববিদ্যালয়ের টেলিভিশন ও ফিল্ম স্ট্যাডিস বিভাগের চেয়ারম্যান এজেএম শফিউল আলম ভুঁইয়া, চলচ্চিত্র পরিচালক হারুনূর রশীদ, সংগীত পরিচালক সুজেয় শ্যাম, অভিনেতা আলমগীর, অভিনেত্রী সুবর্ণা মুস্তাফা, সংগীতশিল্পী সাদী মুহাম্মদ, চিত্রগ্রাহক রেজা লতিফ, চলচ্চিত্র গবেষক সাজেদুল আলম এবং চলচ্চিত্র সেন্সর বোর্ডের ভাইস চেয়ারম্যান লিয়াকত আলী খান।
আগামী ডিসেম্বরে পুরস্কারপ্রাপ্তদের হাতে চলচ্চিত্র অঙ্গনের সবচেয়ে সম্মানীত জাতীয় চলচ্চিত্র পুরস্কারের ট্রফি ও চেক তুলে দেবেন প্রধান মন্ত্রী শেখ হাসিনা।
COMMENTS