নানা কারণেই ব্যক্তিগত ফোল্ডার পাসওয়ার্ড প্রটেক্টেড করতে হয়। আর একাজ করতে বিভিন্ন সফটওয়্যার ব্যবহার করতে হয় আবার লক খুলতেও ওই সফটওয়্যার লাগে। তবে সফটওয়্যারের ঝক্কিঝামেলা না করেও সহজেই ফোল্ডার লক করা যায়।
সফটওয়্যার ছাড়াই পারসোনাল ফোল্ডার লক করতে চাইলে একটি নোট প্যাড ওপেন করুন, নিচের কোডগুলো লিখুন-
ren games games.{21EC2020-3AEA-1069-A2DD-08002B30309D}
সেভ দিয়ে save as type এ all file সিলেক্ট করুন, ফাইলের নাম loc.bat লিখে সেভ করুন।
ফাইলটি আপনার যে ড্রাইভের ফোল্ডার লক করবেন সেই ড্রাইবে নিয়ে যান। নোট প্যাডে যে ফোল্ডারটি লক করবেন games এর জায়গায় সে ফোল্ডারটির নাম লিখে দিন। loc.bat ফাইলটি ডাবল ক্লিক করলে আপনার ফোল্ডারটি কন্ট্রোল প্যানেলে পরিণত হবে।
আনলক করবেন কীভাবে?
নোটপ্যাড ওপেন করুন। ren games.{21EC2020-3AEA-1069-A2DD-08002B30309D} games লিখে সেভ করুন। তারপর save as type এ all file দিয়ে key.bat নাম দিয়ে সেভ করুন। ফাইলটি ওপেন করলে আবার ফোল্ডারটি আনলক হবে।
সফটওয়্যার ছাড়াই পারসোনাল ফোল্ডার লক করতে চাইলে একটি নোট প্যাড ওপেন করুন, নিচের কোডগুলো লিখুন-
ren games games.{21EC2020-3AEA-1069-A2DD-08002B30309D}
সেভ দিয়ে save as type এ all file সিলেক্ট করুন, ফাইলের নাম loc.bat লিখে সেভ করুন।
ফাইলটি আপনার যে ড্রাইভের ফোল্ডার লক করবেন সেই ড্রাইবে নিয়ে যান। নোট প্যাডে যে ফোল্ডারটি লক করবেন games এর জায়গায় সে ফোল্ডারটির নাম লিখে দিন। loc.bat ফাইলটি ডাবল ক্লিক করলে আপনার ফোল্ডারটি কন্ট্রোল প্যানেলে পরিণত হবে।
আনলক করবেন কীভাবে?
নোটপ্যাড ওপেন করুন। ren games.{21EC2020-3AEA-1069-A2DD-08002B30309D} games লিখে সেভ করুন। তারপর save as type এ all file দিয়ে key.bat নাম দিয়ে সেভ করুন। ফাইলটি ওপেন করলে আবার ফোল্ডারটি আনলক হবে।
COMMENTS