গাজীপুর মহানগরের বাসস্ট্যান্ড এলাকায় ৪র্থ তলা ভবনের সিড়ির চৌকি ভেঙ্গে আহত ইউসূফ আলী (৪৫) ঢাকা মেডিক্যাল কলেজে চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার দুপুরে মারা গেছে। আহত অবস্থায় রয়েছেন নিহতের স্ত্রী ফরিদা পারভীন (৩৫) ও তার মেয়ে কলেজ ছাত্রী ইলমা আক্তার টুম্পার তার অবস্থা আশংকা জনক। নিহত ইউসূফ আলী সিরাজগঞ্জ জেলার কামার কান্দা থানার ঝাটিবলাই গ্রামের মৃত শাখাওয়াত হোসাইন তালুকদারের ছেলে।
নিহতের পারিবারিক সূত্র ও এলাকাবাসী জানায়, গাজীপুর সিটি কর্পোরেশনের বাসস্ট্যান্ড এলাকায় কবিরের ৪ তলা ভবনে ইউসূফ আলী তার পরিবার নিয়ে ভাড়া থাকতো। সোমবার সকালে ইউসূফ আলী তার স্ত্রী ও মেয়েকে নিয়ে কর্মক্ষেত্রের উদ্দেশ্যে বাসা থেকে বের হয়। এসময় ওই বিল্ডিংয়ের ৩য় তলার সিড়ির চৌকিতে ফৌছলে হঠাৎ করে চৌকিটি ভেঙ্গে পড়ে। এতে তারা ৩ জন গুরুতর আহত হয়। আহতদের উদ্ধার করে স্থানীয় লোকজন ঢাকা মেডিক্যাল কলেজে ভর্তি করে। সেখানে আইসিসিইউতে চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার দুপুর পৌণে ১ টায় ইউসূফ আলী মারা যায়। আহত ফরিদা পারভীনের তলপেটে ৬০ টি সেলাই ও গাজীপুর মহিলা কলেজের ১ম বর্ষের ছাত্রী ইলমা আক্তার টুম্পার উড়তে ২৫ টি সেলাই দেয়া হয়েছে। তাদের অবস্থা আশংকা জনক। ইউসূফ আলী ও তার স্ত্রী গাজীপুরে ভাড়া বাসায় থেকে গার্মেন্টস কারখানায় কাজ করতো। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।
ভবনের মালিক ঘটনার পর থেকে পলাতক রয়েছে।
COMMENTS