পলাশ প্রধান, টঙ্গী থেকেঃ ন্যূন্যতম মজুরি ৮ হাজার টাকা নির্ধারণের দাবিতে গাজীপুরের বিভিন্ন গার্মেন্টের শ্রমিকরা কর্মবিরতি পালন করে রাক্ষায় বিক্ষোভ শুরু করেছেন। ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধের চেষ্টা করছেন শ্রমিকরা। বর্তমানে মহাসড়কে শ্রমিক-পুলিশ থেমে থেমে সংঘর্ষ চলছে। বেশ কিছু কারখানায় নিরাপত্তাজনিত কারণে ছুটি ঘোষণা করা হয়েছে।
স্থানীয় সূত্রে জানা যায়, গতকাল রোববার সকাল ৯টা থেকে গাজীপুরসহ টঙ্গীর কয়েকটি গার্মেন্টের শ্রমিকরা কারখানার কাজ বন্ধ করে রাস্তায় চলে আসেন। সাড়ে ৯টার দিকে তারা ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করেন। সকাল ১০টার দিকে ঢাকা-গাজীপুর সড়কের বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউটের সামনে ইন্টারমেক্স সোয়েটারের শ্রমিকরা সড়ক অবরোধ করেন।
সকাল ১১টার পর থেকে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের হোতপাড়া এলাকায় গার্মেন্ট শ্রমিকরা বিক্ষোভ মিছিল করে সড়ক অবরোধ করার চেষ্টা করছেন। এদিকে পোশাক শ্রমিকদের বিক্ষোভ, যানবাহন ভাংচূর ও রাস্তায় অগ্নিসংযোগের সময় পুলিশ বাধা দিলে শ্রমিকরাও পাল্টা হামলা চালান। এতে করে শ্রমিক-পুলিশ সংঘর্ষ বেঁধে যায় এবং তা থেমে থেমে চলতে থাকে। এতে টঙ্গী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবুল কালাম আজাদসহ শতাধিক শ্রমিক আহত হন। আহতদের টঙ্গী সরকারি হাসপাতালে নিয়ে যায় হয়।
COMMENTS