গাজীপুরে টানা প্রায় এক সপ্তাহ শ্রমিক অসন্তোষ থাকার পর সম্পূর্ণ শান্ত হয়েছে টঙ্গী শিল্পাঞ্চল। শ্রমিক অসন্তোষ নিয়ন্ত্রণ ও নিরাপত্তা নিশ্চিত করতে ৠব, পুলিশ ও পুলিশের জলকামান রাস্তায় টহল দিচ্ছে। পরিস্থিতি স্বাভাবিক থাকায় বিজিবি প্রত্যাহার করেছে স্থানীয় প্রশাসন।
স্থানীয় সূত্র জানায়, শুক্রবার সরকারি ছুটির দিনে গার্মেন্ট কারখানায় শ্রমিকরা শান্তিপূর্ণভাবে কাজে যোগদান করেছেন। নাশকতার আশঙ্কায় কিছু প্রতিষ্ঠান বন্ধ করে রেখেছেন কর্তৃপক্ষ। আবার শুক্রবার সরকারি ছুটির দিন হওয়ায় বন্ধ রয়েছে কিছু শিল্প প্রতিষ্ঠান।
জেলার কোনাবড়ি, কাশিমপুর, টঙ্গী, কালিয়াকৈর, মৌচাক, শ্রীপুর, বড়বাড়ি, গাজীপুরসহ গার্মেন্ট অধ্যুষিত সব জায়গায় শান্তিপূর্ণভাবে চলছে গার্মেন্ট কারখানা। কোথাও কোনো অপ্রীতিকর ঘটনা বা শ্রমিক অসন্তোষের খবর পাওয়া যায়নি।
জয়দেবপুর থানার পরিদর্শক (তদন্ত) জাহিদুল ইসলাম জানান, পরিস্থিতি সম্পূর্ণ শান্ত রয়েছে। কারখানায় কর্মীরা নির্বিঘ্নে কাজ করছেন।
COMMENTS