শ্রমিক ছাটাইয়ের প্রতিবাদে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের শ্রীপুর উপজেলার এমসি বাজারে শ্রমিকরা সড়ক অবরোধ করে বিক্ষোভ মিছিল করেছে। অন্যদিকে ঝামেলা এড়াতে আরেকটি কারখানা লে-অফ ঘোষণা করেছেন কর্তৃপক্ষ।
শনিবার সকাল ১০টার দিকে গাজীপুর জেলার শ্রীপুর উপজেলার এমসি বাজারে হাসিন সুয়েটার নামক কারখানায় শ্রমিক ছাটাইয়ের ঘটনা ঘটে।
শনিবার সকাল ১০টার দিকে গাজীপুর জেলার শ্রীপুর উপজেলার এমসি বাজারে হাসিন সুয়েটার নামক কারখানায় শ্রমিক ছাটাইয়ের ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, হাসিন স্যুয়েটার নামক কারখানা থেকে কিছু শ্রমিককে ছাঁটাই করা হয়। শ্রমিক ছাঁটাইয়ের প্রতিবাদে কয়েকশ’ শ্রমিক কারখানার সামনে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে বিক্ষোভ মিছিল শুরু করে। এসময় মহাসড়কে যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়।
এদিকে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের গাজীপুর মহানগরীর চান্দনা চৌরাস্তা এলাকায় পেনডোরা স্যুয়েটার কারখানাটি কর্তৃপক্ষ লে-অফ ঘোষণা করেছে। শ্রমিক অসন্তোষের কারণে এই ব্যবস্থা নেওয়া হয়েছে বলে কারখানা কর্তৃপক্ষ জানিয়েছে।
এছাড়া শ্রমিক আন্দোলনের অংশ হিসেবে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের ইটাহাটা এলাকায় প্রতিবেশী কস্টোকস গার্মেন্টসের শ্রমিকরা আন্দোলনের ডাকে সাড়া না দেওয়ায় এসকিউ গার্মেন্টসের শ্রমিকরা কস্টোকস গার্মেন্টসে হামলা ও ভাঙচুর করে। এ সময় পুলিশ বাধা দিলে সংঘর্ষ বাধে। শ্রমিক-পুলিশের এ সংঘর্ষে কমপক্ষে ২০ জন আহত হয়।
বেলা ১১টায় এই রিপোর্ট লেখা পর্যন্ত ঢাকা-ময়মনসিংহ ও ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে থেমে থেমে যানবাহন চলছে।
COMMENTS