রাজীব সরকার: গাজীপুরে কয়েকটি কারখানা বন্ধ থাকলেও শনিবার অধিকাংশ কারখানায় কাজে ফিরেছেন শ্রমিকরা। সকালে গাজীপুর মহানগরীর ইটাহাটা এলাকার গ্লোবাল মার্চেন্ট কারখানা অনির্দিষ্টকালের বন্ধের নোটিশ দেখতে পেয়ে শ্রমিকরা ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করে। এঘটনায় প্রায় আধ ঘন্টা যানচলাচল বন্ধ হয়ে যায়। এসময় পুলিশ তাদের ধাওয়া ও লাঠিচার্জ করে সরিয়ে দেয়। এছাড়া চান্দনা চৌরাস্তা এলাকায় প্যানডোলা কারখানাও বন্ধ রেখেছে কর্তৃপক্ষ।
সকাল ৯টার দিকে একই এলাকার এসকিউ সেলসিয়াস সুয়েটার কারখানার শ্রমিকরা আন্দোলনে নামে। তারা পাশের কোষ্ট টু কোষ্ট কারখানার শ্রমিকদের আন্দোলনে নামার আহবান জানায়। এসময় কোষ্ট টু কোষ্ট কারখানার শ্রমিকরা কারখানার সামনে জড়ো হয়। এক পর্যায়ে এসকিউ সেলসিয়াস কারখানার শ্রমিকরা ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করে এবং ইটপাটকেল নিক্ষেপ করে কারখানার কাঁচ ভাঙচুর করে। এসময় শ্রমিকদের দু’পক্ষের সংঘর্ষে অন্তত ১০জন আহত হন।
পরে পুলিশ টিয়ারসেল নিক্ষেপ করে শ্রমিকদের ছত্রভঙ্গ করে দিলে বেলা ১০টায় যানবাহন চলাচল শুরু হয়। নিরাপত্তা রক্ষায় পুলিশের রায়ট গাড়ি টহলসহ কারখানা এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে। তবে এসব বিক্ষিপ্ত ঘটনা ছাড়া গাজীপুরে পুরোদমে কাজ চলছে অধিকাংশ কারখানায়।
COMMENTS