ঢাকায় পূর্ব নির্ধারিত সমাবেশে যোগ দেওয়ার জন্য ছুটির দাবিতে শ্রমিকরা
মহাসড়ক অবরোধ করায় শেষপর্যন্ত গাজীপুরের অধিকাংশ কারখানায় ছুটি ঘোষণা করা
হয়েছে।
বেতন-ভাতা বৃদ্ধিসহ বেশ কিছু দাবিতে শুক্রবার দুপুরে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানের সমাবেশে যোগ দেওয়ার কথা রয়েছে তাদের।
বেতন-ভাতা বৃদ্ধিসহ বেশ কিছু দাবিতে শুক্রবার দুপুরে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানের সমাবেশে যোগ দেওয়ার কথা রয়েছে তাদের।
শনিবার সকাল ৯টা থেকে সাড়ে ১১টা পর্যন্ত কারখানা ছুটির দাবিতে ঢাকা-টাঙ্গাইল ও ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে রাখে শ্রমিকরা। অবরোধ চলাকালে তারা মৌচাক ও চান্দনা চৌরাস্তায় কয়েকটি গাড়ি ভাঙচুর করে। এক পর্যায়ে গার্মেন্ট কর্তৃপক্ষ ছুটি ঘোষণা করলে শ্রমিকরা অবরোধ তুলে নেয়।
গাজীপুরের কালিয়াকৈর উপজেলার চন্দ্রা, নায়াগ্রা টেক্সটাইল, চন্দ্রা পল্লী বিদ্যুৎ এলাকার আইমন টেক্সটাইল অ্যান্ড হুসিয়ারি লিমিটেড ও ইকুটেক্স লিমিটেড এবং মৌচাক এলাকার হাইড্রো অক্সাইড লিমিটেড কারখানার শ্রমিকরা কাজ বন্ধ করে অবরোধে অংশ নেয়।
এদিকে অপ্রীতিকর ঘটনা এড়াতে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের ঢাকা-টাঙ্গাইল সড়কে বিভিন্ন এলাকার অর্ধশতাধিক কারখানা শনিবারের জন্য ছুটি ঘোষণা করেছে কর্তৃপক্ষ। কারখানা এলাকায় পুলিশ মোতায়েন রয়েছে।
নাওজোর হাইওয়ে ফাঁড়ির সার্জেন্ট ইকবাল হোসেন বাংলানিউজকে জানান, শ্রমিকরা ঢাকায় যাচ্ছে। বর্তমানে শান্তিপূর্ণ অবস্থা বজায় আছে।
COMMENTS