গ্রাহকদের জন্য তৃতীয় প্রজন্মের মোবাইল সেবা (থ্রিজি) চালু করেছে দেশের অন্যতম মোবাইল অপারেটর কোম্পানি গ্রামীণফোন।
রোববার দুপুরে গ্রামীণফোনের প্রধান কার্যালয়ে এক অনুষ্ঠানের মধ্য দিয়ে থ্রিজির উদ্বোধন করেন ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী অ্যাডভোকেট সাহারা খাতুন।
রোববার দুপুরে গ্রামীণফোনের প্রধান কার্যালয়ে এক অনুষ্ঠানের মধ্য দিয়ে থ্রিজির উদ্বোধন করেন ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী অ্যাডভোকেট সাহারা খাতুন।
প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, ‘এ প্রযুক্তির মাধ্যমে মোবাইল ফোন সেবায় নতুন মাত্রা যুক্ত হয়েছে। দেশের মানুষ এখন আরও সহজে একে অপরের সঙ্গে যোগাযোগের মাধ্যমে পারস্পরিক সম্পর্ক বৃদ্ধি করতে পারবে।’
তিনি গ্রামীণফোনকে আহ্বান জানিয়ে বলেন, ‘সূলভ মূল্যে সবাই যেন থ্রিজি ব্যবহার করতে পারে গ্রামীণফোনকে সে ব্যবস্থা করতে হবে। গ্রামের ও সাধারণ মানুষের জন্য এ প্রযুক্তির ব্যবহার নিশ্চিত করতে হবে। এর মাধ্যমে দেশের অর্থনীতি আরও সমৃদ্ধ হবে।’
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন টেলিনর গ্রুপের সিইও জন ফ্রেডরিক বাকসাস, গ্রামীণফোনের সিইও বিবেক সুদ, টেলিযোগাযোগ সচিব আবু বকর সিদ্দিক, বিটিআরসির ভারপ্রাপ্ত চেয়ারম্যান আব্দুস সামাদ প্রমুখ।
উদ্বোধনের পর মন্ত্রী গ্রামীণফোনের চিফ টেকনোলজি অফিসার তানভীর মোহাম্মদের সঙ্গে থ্রিজির মাধ্যমে ভিডিও কনফারেন্সে কথা বলেন।
COMMENTS