পেঁয়াজের পর এবার মিয়ানমার থেকে টমেটো ও তরমুজ আমদানি করছে ব্যবসায়ীরা। কক্সবাজারের টেকনাফ-মংডু সীমান্ত বাণিজ্যের আওতায় মিয়ানমার থেকে টমেটো ও তরমুজ আমদানি করা হচ্ছে।
জানা যায়,গত ২দিনে দুটি বিল অব এন্ট্রির মাধ্যমে ২৪.৪০০ মেট্রিক টন তরমুজ ও টমেটো আমদানি করা হয়েছে। এই দু’টি পণ্যই বর্তমানে বাংলাদেশের বাজারে প্রচুর চাহিদা রয়েছে। রফতানি বাণিজ্যে যেমন পণ্য তালিকায় নতুন নতুন পণ্য যোগ হচ্ছে, তেমনি আমদানি পণ্যের তালিকায়ও যুক্ত হচ্ছে নিত্য নতুন পণ্য।
জানা যায়,গত ২দিনে দুটি বিল অব এন্ট্রির মাধ্যমে ২৪.৪০০ মেট্রিক টন তরমুজ ও টমেটো আমদানি করা হয়েছে। এই দু’টি পণ্যই বর্তমানে বাংলাদেশের বাজারে প্রচুর চাহিদা রয়েছে। রফতানি বাণিজ্যে যেমন পণ্য তালিকায় নতুন নতুন পণ্য যোগ হচ্ছে, তেমনি আমদানি পণ্যের তালিকায়ও যুক্ত হচ্ছে নিত্য নতুন পণ্য।
সাম্প্রতিক সময়ে ঈদুল ফিতরের পর বাংলাদেশের বাজারে হঠাৎ করে পেঁয়াজের দাম বেড়ে যায়। পেঁয়াজেরর মূল্য কেজি প্রতি ৮০/৯০ টাকায় পৌছলে সরকার টেকনাফ স্থলবন্দর দিয়ে মিয়ানমার থেকে সীমান্ত বাণিজ্যের আওতায় পেঁয়াজ আমদানি করার সিদ্ধান্ত নেওয়া হয়। টেকনাফ স্থল বন্দর ব্যবহারকারী আমদানিকারকেরা মিয়ানমার থেকে বিপুল পরিমাণ পেয়াঁজ আমদানি করেন।
এদিকে , বর্তমানে বাংলাদেশের কোথাও টমেটো এবং তরমুজের চাষাবাদ হচ্ছে না। অথচ বাজারে ওই দু’টি পণ্যের ব্যাপক চাহিদা রয়েছে।
টেকনাফ স্থলবন্দরের ভারপ্রাপ্ত জিএম (অপারেশন) আবু নুর খালেদ জানান, আমদানিকারকেরা দু’টি বিল অব এন্ট্রির মাধ্যমে ১২ দশমিক ২০০ টন তরমুজ এবং দু’টি বিল অব এন্ট্রির মাধ্যমে ১২ দশমিক ১০০ টন টমেটো সীমান্ত বাণিজ্যের মাধ্যমে মিয়ানমার থেকে আমদানি করেছেন।
তিনি জানান, প্রয়োজনীয় আনুষ্ঠানিকতা সম্পন্ন করে দ্রুত আমদানি করা টমেটো ও তরমুজ ডেলিভারি দেওয়া হয়েছে।
COMMENTS