লন্ডন সফররত তথ্যমন্ত্রী ও জাসদ সভাপতি হাসানুল হক ইনু যে হামলার শিকার
হয়েছেন সেজন্য প্রধানমন্ত্রী পুত্র সজীব ওয়াজেদ জয় বিরোধী বিএনপি-জামায়াতকে
দায়ী করেছেন।
বুধবার রাত ১১টার দিকে নিজের ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে প্রধানমন্ত্রীর তথ্য ও প্রযুক্তি উপদেষ্টা জয় এই দাবি করেছেন।
তিনি এটিকে লজ্জাজনক আখ্যায়িত করে বলেছেন, ‘গতকাল জামায়াত-শিবিরের কতিপয় ক্যাডার আমাদের তথ্যমন্ত্রীর ওপর শারীরিক আক্রমণ চালিয়েছে। আমাদের বিরোধী দলের পক্ষ থেকে আরো একটি লজ্জাজনক আচরণ। একজন মন্ত্রীর ওপর হামলা, তা-ও বিদেশের মাটিতে, অকল্পনীয়।’
বুধবার রাত ১১টার দিকে নিজের ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে প্রধানমন্ত্রীর তথ্য ও প্রযুক্তি উপদেষ্টা জয় এই দাবি করেছেন।
তিনি এটিকে লজ্জাজনক আখ্যায়িত করে বলেছেন, ‘গতকাল জামায়াত-শিবিরের কতিপয় ক্যাডার আমাদের তথ্যমন্ত্রীর ওপর শারীরিক আক্রমণ চালিয়েছে। আমাদের বিরোধী দলের পক্ষ থেকে আরো একটি লজ্জাজনক আচরণ। একজন মন্ত্রীর ওপর হামলা, তা-ও বিদেশের মাটিতে, অকল্পনীয়।’
এই হামলার সূত্র ধরে জয় বিএনপি-জামায়াতের বিগত ক্ষমতাসীন সময়ের বেশ কয়েকটি হত্যার কথা স্মরণ করেছেন। বলেছেন, আবার এরা ক্ষমতায় এলে কি করবে একটু ভেবে দেখুন।
জয়ের ভাষায়, ‘এটি বিএনপি-জামায়াতের চার দলীয় জোট সরকারের আমলে সংঘটিত সকল হামলার কথা স্মরণ করিয়ে দেয়। আহসানুল্লাহ মাস্টার, ড. কিবরিয়া, আইভী রহমানের হত্যাকাণ্ড এবং অবশ্যই আমার মায়ের ওপর ২১ অগাস্টের গ্রেনেড হামলা। একটু কল্পনা করুন, এরা আবার ক্ষমতায় এলে কী করবে।’
সবশেষ তিনি এই ধরনের সন্ত্রাসী দেশ থেকে তাড়াতে বিএনপি-জামায়াতের বিরুদ্ধে ভোট দিতে আহ্বান জানিয়েছেন। জয়ের ভাষায়, ‘এ ধরনের সন্ত্রাসীদের দেশ থেকে দূর করতে বিএনপি-জামায়াতের বিরুদ্ধে ভোট দিন।’
পোস্টটি (রাত ১১টা ২০ মিনিট) ইতোমধ্যে ৩২৭ জন পছন্দ করেছেন। ২৭ জন এতে মন্তব্য করেছেন। আর ৩৭ জন ফেসবুক ব্যবহারকারী পোস্টটি নিজের টাইম লাইনে শেয়ার করেছেন।
ইনু নিজেও লন্ডনে তার ওপর হামলার জন্য বিএনপি-জামায়াতকে দায়ী করেছেন। আর এর প্রতিবাদে বুধবার রাজধানীতে জাসদ প্রতিবাদ বিক্ষোভ করেছে। সেখান থেকে দোষীদের গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানানো হয়েছে।
COMMENTS