পলাশ প্রধান, টঙ্গী: মানবতাবিরোধী অপরাধের দায়ে সর্বোচ্চ আদালতে জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল আব্দুল কাদের মোলার মৃত্যুদণ্ডাদেশের প্রতিবাদে জামায়াতের ডাকা ৪৮ ঘণ্টার হরতালের শুরুতে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের চান্দনা চৌরাস্তার বড় মসজিদের সামনে একটি যাত্রীবাহী বাসে আগুন দিয়েছেন জামায়াত-শিবির কর্মীরা। আজ বুধবার সকাল সাড়ে ৭টায় এ ঘটনাটি ঘটে। তবে এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।
প্রত্যক্ষদর্শীরা জানান, হঠাৎ করে কয়েকজন হরতাল সমর্থনকারী বাসটিতে আগুন দিয়ে দ্রুত চলে যান। পরে ফায়ার সার্ভিস কর্মীরা ঘটনাস্থলে উপস্থিত হয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন।
COMMENTS