দীর্ঘ প্রতিক্ষার পর শুক্রবার পর্দা উঠলো বিশ্বের তৃতীয় এবং এশিয়ার সর্ববৃহৎ শপিংমল যমুনা ফিউচার পার্কের বিনোদন বিভাগের। উদ্বোধনী অনুষ্ঠান উপলক্ষে যমুনা ফিউচার পার্ক সেজেছে এক বর্ণিল সাজে। দেশবাসী উন্মুখ হয়ে চেয়ে আছে যমুনা ফিউচার পার্কের বিনোদনের স্বাদ নেয়ার জন্য। শুক্রবার সকাল ফিতা কেটে ব্লকবাস্টার সিনেপ্লেক্স উদ্বোধন করেন চলচ্চিত্র জগতের জীবন্ত কিংবদন্তি নায়করাজ রাজ্জাক। যমুনা গ্রুপের চেয়ারম্যান বিশিষ্ট শিল্পপতি মোঃ নুরুল ইসলামসহ বিশিষ্ট ব্যক্তিবর্গ, রাজনীতিবিদ, চলচ্চিত্র অঙ্গনের প্রখ্যাত ব্যক্তিবর্গ, শিল্পী-কলাকুশলী এবং সংশ্লিষ্টরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
যমুনা ফিউচার পার্কের বিনোদন সুবিধার মধ্যে রয়েছে শপিংমলের ষষ্ঠ তলায় ফুডকোর্ট, সিনেমা এবং শপিংমলের বাইরের রোমাঞ্চকর রাইডস, হেলথ ক্লাব ও রুফটপ রাইডস। ষষ্ঠ তলায় থাকছে ফুডকোর্ট ও রেস্টুরেন্ট। বাংলাদেশের সর্ববৃহৎ ভিডিও গেমস আর্কেড, রক ক্লাইম্বার, মনোমুগ্ধকর ম্যাজিক শো ও সেভেন-ডি রাইডার ইত্যাদির স্বাদ পাবে এখানে। এছাড়া এ জোনের সঙ্গে সংযোজিত রুফটপে রয়েছে ৩টি সুপরিসর রুফটপ রাইডস যথাক্রমে ডাবলডেকার, ফ্লোটিং ব্যালে ও ষষ্ঠ তলার অন্যতম আরেকটি আকর্ষণ হল ‘প্লেয়ারস জোন’।সাড়ে ১০টায় উদ্বোধনের পর সর্বসাধারণের জন্য দুপুরে এটি উন্মুক্ত করে দেয়া হয়।এদিকেউদ্বোধনের পর প্রথম দিনেই দর্শকদের উপচে পড়া ভীড় লক্ষ্য করা গেছে।এ ভবনটি সারাপৃথিবীর সেরা স্থাপত্যের তালিকায় স্থান করে নিতে চলেছে। রাজধানী ঢাকার বারিধারা ডিপ্লোমেটিক এলাকার পাশে সুপ্রশস্ত প্রগতি সরণিসংলগ্ন ১২০ বিঘা মূল্যবান জমির ওপর যমুনা ফিউচার পার্ক কমপ্লেক্স। এখানে ৩৩ বিঘা জমির ওপর নির্মাণ করা হয়েছে রাজউক অনুমোদিত যমুনা ফিউচার পার্ক শপিং মল। বাংলাদেশ ন্যাশনাল বিল্ডিং কোড- বিএনবিসি অনুসরণে নির্মিত ভবনটি রিখটার স্কেলে সাড়ে ৭ মাত্রার ভূমিকম্প প্রতিরোধে সক্ষম। কেননা ভবনটি নির্মাণকালে সব ধরনের সতর্কতা নিয়মাবলী যথাযথভাবে পালন করা হয়েছে। গুণগতমানে সবচাইতে ভালো ও মজবুত নির্মাণসামগ্রী এতে ব্যবহার করা হয়েছে। নির্মাণের সময় গুণগত মানে কোনো ছাড় দেয়া হয়নি। শপিং মলের চারদিকে থাকছে নিজস্ব ৬০-৮০ ফুট প্রশস্ত রিংরোড। পুরো ভবনটিকে সৌন্দর্যম-িত করতে এর চারদিকে বিশাল এলাকা নিয়ে ল্যান্ডস্কেপিং করা হয়েছে। মানুষের আকর্ষণ বাড়াতে এই খালি জায়গায় বিনোদনের জন্য এ যাবৎকালে বাংলাদেশের সর্ববৃহৎ থ্রিলিং রাইড নিয়ে থিমপার্ক নির্মাণ করা হয়েছে। পাশাপাশি এখন পানির ফোয়ারা ও সবুজবাগান নির্মাণ করা হচ্ছে। ভবনের সামনে থাকবে অভ্যন্তরীণ রাস্তা ও ফ্লাইওভার। আর এটা করার জন্য বিশ্বের বেশ কিছু নামকরা শপিং মলের ভালো দিকগুলোর সনি্নবেশ করা হয়েছে এখানে।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী ড. মহীউদ্দীন খান আলমগীর এবং বিশেষ অতিথি ছিলেন প্রধানমন্ত্রীর জনপ্রশাসন বিষয়ক উপদেষ্টা এইচটি ইমাম ও স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী এবং আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাডভোকেট জাহাঙ্গীর কবির নানক।
যমুনা ফিউচার পার্কের ষষ্ঠ তলার আরেকটি আকর্ষণীয় আয়োজন হল ‘ব্লকবাস্টার সিনেমাস’। সর্বাধুনিক প্রযুক্তির সাতটি সিনেমা হলের সমন্বয়ে ‘ব্লকবাস্টার সিনেমাস’। ডিজিটাল সাউন্ড সিস্টেম, থ্রিডি সিনেমার আয়োজন, চিত্তাকর্ষক ও বিলাসবহুল কফি লাউঞ্জ, অতিথিদের আরামদায়ক বসার জায়গা, ভিআইপি লাউঞ্জ, অনলাইন টিকিটিং, সাতটি হলের সাত ধরনের আকর্ষণীয় ইন্টেরিয়র ডিজাইন, মনোমুগ্ধকর লবি ডিজাইনসহ ‘ব্লকবাস্টার সিনেমাস’-এর অভিনব সব আয়োজন সাজানো হয়েছে দেশের মানুষের বিনোদন ও প্রত্যাশা মেটানোর প্রত্যয়ে। দেশীয় চলচ্চিত্র শিল্পকে উৎসাহিত করা, সুস্থ মানের চলচ্চিত্র নির্মাণের ধারা ফিরিয়ে আনা এবং মানুষকে সিনেমা হলমুখী করার প্রত্যয়ে ‘ব্লকবাস্টার সিনেমাস’কে সাজানো হয়েছে।
COMMENTS