দীর্ঘদিন ধরেই জেমসের নতুন হিন্দি গান ‘বেবাসি’-এর অপেক্ষায় রয়েছে জেমস ভক্তরা। এই অপেক্ষার প্রহর বছর পেরুলেও এবার সেসব ভক্তদের স্বস্তি নেওয়ার পালা। কারণ, গতকাল ইউটিউবে জেমসের এই ‘বেবাসি কিউ হ্যায় ইয়ে জিন্দেগি’ গানটি প্রকাশ হয়েছে।
শুধু গানটিই নয়, এই ছবির ট্রেইলরও মুক্তি পায় ইউটিউবে। ইউটিউবে গানটি প্রকাশ পাওয়ার সাথে সাথেই অসংখ্য জেমস ভক্তদের অনলাইন ব্যবহারকারীরা ভিড় জমায় সেখানে। ‘ওয়ার্নিং’ শিরোনামের চলচ্চিত্রে ব্যবহার হয় গানটি। ছবিটি এ মাসেরই ২৭ সেপ্টেম্বর মুক্তি পাবে।
গানটি প্রসঙ্গে জেমস বলেন, ‘গানটি প্রায় বছর খানেক আগে করা। তখন থেকেই আমার ভক্তরা বারবার শুধু একই প্রশ্ন করছে, গানটি কবে পাবো। এবার তাদের সেই অপেক্ষার প্রহর বুঝি শেষ হলো। আমি আশা করি, আমার ভক্তরা এই গান শুনে মোটেও হতাশ হবে না। দেখতে চাই নতুন প্রজন্ম আমার গানকে কীভাবে নেয়। আমার ভক্তদের জন্য এই গানটির মাধ্যমে শুভেচ্ছা রইল।’
উল্লেখ্য, জেমস এখন ফোবানা সম্মেলনে অংশগ্রহণের উদ্দেশ্যে আমেরিকায় অবস্থান করছেন। এ মাসেরই ২৮ তারিখে তিনি বাংলাদেশে আসবেন।
COMMENTS