বিজ্ঞানীদের লাঞ্ছিতকারী দুর্বৃত্তদের শাস্তির দাবিতে গাজীপুরের বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউটের (বিরি) বিজ্ঞানীরা কর্মবিরতি করে কাল ব্যাচ ধারণ ও মৌন মিছিল করেছে।
সোমবার সকাল ১০ টা থেকে সাড়ে ১১ টা পর্যন্ত ইনস্টিটিউটের বিজ্ঞানী সমিতির উদ্যোগে এ কর্মসুচি পালিত হয়।
কর্মবিরতি চলাকালে বিজ্ঞানী সমিতির সভাপতি ড. মো. আনছার আলী, সাধারণ সম্পাদক ড.আনোয়ারুল হক বক্তব্য রাখেন। সভায় বক্তারা লাঞ্ছনাকারী শ্রমিকসহ এর মদতদাতাদের দৃষ্টান্তমূলক শাস্তি না হওয়ায় চরম ক্ষোভ প্রকাশ করেন। বিজ্ঞানীরা আগামী ১২ই সেপ্টেম্বর বৃহস্পতিবার পর্যন্ত প্রতিদিন ১ ঘন্টা কর্মবিরতি পালন করবেন।
গত ২২শে জুলাই বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউটের মহাপরিচালকের কক্ষে এক সভা চলাকালে দুই জন বিজ্ঞানীকে শারীরিকভাবে লাঞ্ছিত করা হয়। ঘটনার এক মাসেও এর বিচার না হওয়ায় বিজ্ঞানীদের মধ্যে ক্ষোভ বিরাজ করছে। এ কারনে তারা আন্দোলনে নেমেছেন।
COMMENTS