চান্দনা চৌরাস্তায় সন্ত্রাসীদের গুলিতে ডিশ ব্যবসায়ী শাহাদাত হোসেন খুনের ঘটনায় গতকাল রবিবার বিকেল পর্যন্ত থানায় মামলা হয়নি। ঘটনার ৩০ ঘণ্টা পেরিয়ে গেলেও পুলিশ কাউকে গ্রেপ্তার করতে পারেনি। নিহত ব্যবসায়ীর শ্বশুর আবদুস ছাত্তার জানান, লাশের ময়নাতদন্ত ও দাফনের জন্য ব্যস্ত থাকায় মামলা করায় বিলম্ব হচ্ছে। শাহাদাতের পরিবারের পক্ষ থেকে দ্রুত এজাহার দেওয়া হবে।
জয়দেবপুর থানার এসআই আহফুজুর রহমান বলেন, অভিযোগ না পাওয়ায় মামলা হয়নি। তবে পুলিশ জড়িতদের গ্রেপ্তারে তৎপর রয়েছে। ওই কর্মকর্তা আরো জানান, একই দিন নারী পোশাক শ্রমিক মাহফুজা আক্তারের খুনের ঘটনায়ও মামলা হয়নি। পরিবারের কেউ যোগাযোগ না করায় লাশ এখনো গাজীপুর হাসপাতাল মর্গে পড়ে আছে। জাতীয় পরিচয়পত্রের ঠিকানা অনুযায়ী ময়মনসিংহের গফরগাঁও উপজেলার ভাইড়ইল গ্রামে তাঁর বাবাকে খবর জানাতে সংশ্লিষ্ট থানায় ম্যাসেজ দেওয়া হয়েছে।
অন্যদিকে মোশারফ টাওয়ারের পেছনের একটি ডোবা থেকে অজ্ঞাতপরিচয় এক নবজাতকের লাশ উদ্ধার করে পুলিশ। লাশটি আশপাশের কোনো ক্লিনিক থেকে ফেলানো হয়েছে বলে দাবি তাদের।
উল্লেখ্য, গত শনিবার সকাল ১০টার দিকে গাজীপুর চৌরাস্তা যাওয়ার উদ্দেশে বাড়ি থেকে বের হন বারবৈকা এলাকার রাহাত ক্যাবল নেট ওয়ার্কের মালিক শাহাদাত (২৫)। কিছু দূর যাওয়ার পর দুর্বৃত্তরা তাঁকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে ও গুলি করে ফেলে রেখে যায়। আশঙ্কাজনক অবস্থায় ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়া হলে দুপুর দেড়টার দিকে চিকিৎসকরা শাহাদাতকে মৃত ঘোষণা করেন। নাওজোড় এলাকার জেনিসিস ওয়াশিং কারখানার শ্রমিক মাহফুজা আক্তার (২২) ও তাঁর স্বামী ১ সেপ্টেম্বর আমবাগের ইউসুফ মাতব্বরের বাড়ির একটি রুম ভাড়া নেন। শনিবার ভোরে খুন হন মাহফুজা। ধারণা করা হয় স্বামীর হাতেই খুন হয়েছেন মাহফুজা।
COMMENTS