গাজীপুর থেকে অপহৃতা স্কুলছাত্রী উর্মি (১৩)কে বগুড়ার আদমদীঘির ছাতিয়ান গ্রামের এক জনৈকের বাড়ী থেকে পুলিশ উদ্ধার করেছে পুলিশ। এসময় আশরাফুল ইসলাম(২৫) নামের এক যুবককে গ্রেপ্তার করা হয়েছে। সে জয়পুরহাট সদরের দক্ষিন দুর্গাপুর গ্রামের সামছুল হকের পুত্র।
পুলিশ জানায়, গাজীপুর জেলার জয়দেবপুর উপজেলার পালের পাড়া গ্রামের ওয়াদুত হোসেনের মেয়েকে গত ১২ আগস্ট মাসে আশরাফুল ইসলামসহ অজ্ঞাত ৩-৪ জন যুবক ওই স্কুলছাত্রীকে অপহরহণ করেন।
এঘটনায় ভিকটিমের পিতা বাদী হয়ে জয়দেবপুর থানায় একটি অপহরণ মামলা দায়ের করেন। জয়দেবপুর থানা এসআই মিন্টু শেখ গোপন সংবাদে আদমদীঘি থানা পুলিশের সহযোগিতায় স্কুল ছাত্রীকে উদ্ধার করেন।
COMMENTS