গাজীপুরে দুই ব্যবসায়ীকে কুপিয়েছে দুর্বত্তরা। আশঙ্কাজনক অবস্থায় তাদের ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে।
শনিবার রাতে তাদের ওপর হামলা চালায় দুর্বৃত্তরা।
শনিবার রাতে তাদের ওপর হামলা চালায় দুর্বৃত্তরা।
আহতরা হলেন- গাজীপুর কাঁচামাল আড়ৎদার মালিক গ্রুপের সহসভাপতি মো. এমারত হোসেন (৫০) ও দপ্তর সম্পাদক মোহাম্মদ আলী (৬০)।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, শনিবার রাতে গাজীপুর মহানগরীর চান্দনা চৌরাস্তার কাঁচামালের আড়ৎ থেকে বাড়ি ফিরছিলেন মো. এমারত হোসেন ও মোহাম্মদ আলী। তারা ওই এলাকার চান্দনা উচ্চ বিদ্যালয়ের সামনে পৌঁছলে দুর্বৃত্তরা তাদের ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে আহত করে।
তাদের চিকিৎসারে আশপাশের লোকজন এগিয়ে এসে তাদের উদ্ধার করে গাজীপুর সদর হাসপাতালে নিয়ে যায়। পরে উন্নত চিকিৎসার জন্য তাদের ঢামেক হাসপাতালে পাঠানো হয়।
COMMENTS