লাঞ্ছনাকারী শ্রমিকসহ নেপথ্যের মদদদাতাদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে কর্মবিরতি ও কালোব্যাজ ধারণ করেছেন বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউটের (বিআরআরআই-ব্রি) কর্মরত বিজ্ঞানীরা।
রোববার ১০টা থেকে ১১টা পর্যন্ত বিজ্ঞানী সমিতির উদ্যোগে ব্রিতে বিজ্ঞানীরা এসব কর্মসূচি পালন করে।
পরে সমিতির সভাপতি ড. মো. আনছার আলীর সভাপতিত্বে প্রতিষ্ঠানের মিলনায়তনের সামনে সংক্ষিপ্ত প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য দেন- সমিতির সাধারণ সম্পাদক ড. আনোয়ারুল হক, ড. আব্দুর রশিদ প্রমুখ।
বক্তারা অভিযুক্ত শ্রমিকসহ মদদদাতাদের দৃষ্টান্তমূলক শাস্তি না হওয়ায় চরম ক্ষোভ প্রকাশ করেন।
প্রতিবাদ সভা শেষে সব বিজ্ঞানী একযোগে আগামী ১২ সেপ্টেম্বর পর্যন্ত প্রতিদিন সকাল ১০ টা থেকে ১১ পর্যন্ত কর্মবিরতি পালনের সিদ্ধান্ত নিয়েছেন।
উল্লেখ্য, গত ২২ জুলাই ব্রির মহাপরিচালকের সভাকক্ষে মহাপরিচালক ও পরিচালকের (প্রশাসন) উপস্থিতিতে দুইজন বিজ্ঞানী শারিরীকভাবে লাঞ্ছিত হন। ঘটনার দীর্ঘ দেড় মাসেও সঠিক বিচার না হওয়ায় বিজ্ঞানীদের মধ্যে চরম হতাশা ও ক্ষোভ বিরাজ করছে। এ ঘটনায় কৃষিমন্ত্রণালয়ের উদ্যেগে একজন অতিরিক্ত সচিব ও ব্রির মহাপরিচালকের উদ্যোগে বঙ্গবন্ধু কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক প্রফেসর ড. মো. খোরশেদ আলম ভুইয়ার নেতৃত্বে পৃথক তদন্ত কমিটি গঠন করা হয়।
COMMENTS