গাজীপুরের চৌরাস্তায় এক কেবল (ডিস) ব্যবসায়ীকে গুলি করে দুর্বৃত্তরা হত্যা করেছে। নিহতের নাম শাহাদাত হোসেন (২৫)। এ ঘটনায় নিহতের দুই ভাই দেলোয়ার ও রিপন আহত হয়ে বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন।
শনিবার দুপুর দেড়টার দিকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে শাহাদাত মারা যান।
শনিবার দুপুর দেড়টার দিকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে শাহাদাত মারা যান।
নিহতের স্ত্রী রিতা জানান, ‘সকাল ১০টার দিকে দোকানের উদ্দেশে রওনা হন শাহাদাত। বাসার সামনে মোশারফ, সাইদ, মনির খাইরুল শাহজাহান ও সঙ্গীতসহ ৮-১০ জন সন্ত্রাসী তাকে লক্ষ্য করে গুলি ছুঁড়ে। এসময় তাকে ধারালো অস্ত্র দিয়েও আঘাত করে। গুলির শব্দ শুনে বাসা থেকে দৌড়ে গেলে তারা আমাকেও গুলি করতে উধ্যত হয়।’
তাদের গুলিতে অপর দুই ভাইও আহত হন বলে তিনি জানান।
শাহাদাতকে প্রথম পঙ্গু হাসপাতালে নিয়ে আসা হয়। অবস্থা গুরুতর হলে সেখান থেকে তাকে ঢামেকে আনা হয়। জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসকরা দুপুর দেড়টার দিকে তাকে মৃত ঘোষণা করেন।
শাহাদাতের দোকানের নাম রাহাত কেবল নেটওয়ার্ক।
নিহতের শ্বশুর আব্দুস সাত্তার বলেন, ‘শাহাদাতকে বিএনপির সন্ত্রাসীরা খুন করেছে। যারা গুলি করেছে তাদের মধ্যে মোশারফ, সাইদ মনির স্থানীয় বিএনপি নেতা।’ এরা আগেও একবার তাকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়েছিল বলে তিনি জানান।
আব্দুস সাত্তার জানান, সন্ত্রাসীরা এর আগে তাকে কেবল ব্যবসা বন্ধ করার হুমকি দেন। তারা চাঁদাও দাবি করেন।
COMMENTS