হরতালে গাজীপুরে অগ্নিসংযোগ ও বোমা বিস্ফোরণ করার সময় শিবিরের ১০ কর্মীকে আটক করেছে পুলিশ।
বৃহস্পতিবার বিকেল সোয়া ৪টার দিকে তাদের আটক করা হয়।
বৃহস্পতিবার বিকেল সোয়া ৪টার দিকে তাদের আটক করা হয়।
পুলিশ জানায়, ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের বড়বাড়ি তারগাছ এলাকায় শিবিরকর্মীরা যাত্রীবাহী বাসে অগ্নিসংযোগের চেষ্টা করে। এ সময় পুলিশ ধাওয়া দিলে তারা একটি বোমার বিস্ফোরণ ঘটায়।
পরে শিবিরের ৮ কর্মীকে আটক করে পুলিশ। তাদের কাছ থেকে ১টি তাজা বোমা, বেশ কয়েকটি ককটেল, পেট্রোল ও বিপুল পরিমাণ গানপাউডার উদ্ধার করা হয়। আটকদের দেওয়া তথ্যের ভিত্তিতে পুলিশ আরও ২ জনকে আটক করে।
জয়দেবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুজ্জামান এ খবরের সত্যতা নিশ্চিত করেছেন।
COMMENTS