মানুষের জীবন শুধু একমাত্রিক নয়। মানুষের জীবন বহুমাত্রিক বলে অভিমত প্রকাশ করেছেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. হারুন অর রশিদ। তিনি মঙ্গলবার গাজীপুরে এক অনুষ্ঠানে এ কথা বলেন।
মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষাবোর্ড ঢাকা আন্তঃকলেজ (উমা) খেলাধুলা, ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ও কৃতি ছাত্র-ছাত্রীদের সংবর্ধনা অনুষ্ঠান মঙ্গলবার গাজীপুর শহরে কাজী আজিম উদ্দিন কলেজে অনুষ্ঠিত হয়েছে। জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. হারুন অর রশিদ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। যুব ও ক্রীড়া মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ও কাজী আজিম উদ্দিন কলেজ গভর্নিং বডির সভাপতি মো. জাহিদ আহসান রাসেল এমপির সভাপতিত্বে সংবর্ধনা অনুষ্ঠানে বক্তব্য রাখেন অধ্যাপক আয়েশ উদ্দিন, শিক্ষাবিদ নূরুল ইসলাম, উপ-রেজিষ্টার আব্দুল মালেক সরকার, কলেজের অধ্যক্ষ প্রফেসর ড. আলতাফ হোসেন, জামালপুর কলেজের অধ্যক্ষ আনন্দ মোহন দাস, কাপাসিয়া ডিগ্রি কলেজের অধ্যক্ষ সানাউল্লাহ, সহযোগী অধ্যাপক মুকুল কুমার মল্লিক প্রমুখ।
গত ৩২ বছরে কাজী আজিমউদ্দিন কলেজে যেটুকু উন্নয়ন হয়েছে তার চেয়ে অনেক বেশি উন্নয়ন করেছেন গত সাড়ে চার বছরে মো. জাহিদ আহসান রাসেল এমপি। ভৌত অবকাঠামোর উন্নয়নে প্রায় পৌনে দুই কোটি টাকাসহ শিক্ষার মান উন্নয়নে প্রভূত অবদান রেখেছেন। যার ফলশ্রতিতে কাজী আজিমউদ্দিন কলেজ থেকে এ বছর ডিগ্রি পাস পরীক্ষায় ২৬ জন প্রথম বিভাগে উত্তীর্ণ হয়েছে। ৭টি বিষয়ে অনার্স কোর্স ও একটি বিষয়ে মাস্টার্স প্রথম পর্ব চালু করার ব্যাপারে প্রত্যক্ষভাবে ভূমিকা রেখেছেন তিনি। এ সকল তথ্য উঠে আসে অনুষ্ঠানে বক্তাদের বক্তব্যে।
শীঘ্রই আরও বিষয়ে অনার্স কোর্স ও আরও বিষয়ে মাস্টার্স ১ম পর্ব ও চূড়ান্ত পর্ব চালু করার জন্য ভূমিকা রাখবেন বলে ঘোষণা দিলেন মো. জাহিদ আহসান রাসেল এমপি তাঁর সভাপতির ভাষণে। ওই অনুষ্ঠানের প্রধান অতিথি জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. হারুন অর রশিদকে আন্তরিক কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানান অনুষ্ঠানের সভাপতি ও কাজী আজিম উদ্দিন কলেজ গভর্নিং বডির সভাপতি মোঃ জাহিদ আহসান রাসেল এমপি।
প্রধান অতিথি জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. হারুন অর রশিদ বলেছেন, লেখাপড়ায়, শিক্ষায় ও গবেষণায় যেমন শ্রেষ্ঠত্বের স্বাক্ষর রাখতে হবে অনুরূপভাবে সাহিত্য . সংস্কৃতি চর্চা ও খেলাধুলা এবং জীবনের অন্যান্য কর্মকাণ্ডে আমাদের এগিয়ে যেতে হবে। আমাদের মনে রাখা দরকার মানুষ শুধু খেয়ে পড়ে বেঁচে থাকে না। মানুষের জীবন শুধু একমাত্রিক নয়। মানুষের জীবন বহুমাত্রিক। খেলাধুলার ইতিহাস বর্ণনা করতে গিয়ে তিনি বলেন, খেলাধুলা শান্তির পক্ষে এবং খেলাধুলা সুসম্পর্কের পক্ষে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।
কাজী আজিমউদ্দিন কলেজে আরও বিষয়ে অনার্স কোর্স চালু ও আরও বিষয়ে মাস্টার্স প্রথম পর্ব ও চূড়ান্ত পর্ব চালু প্রসঙ্গে উত্থাপিত দাবি প্রেক্ষিতে প্রফেসর ড. হারুন অর রশিদ বলেন, ন্যূনতম শর্ত পূরণ করা হলে আবেদন অনুযায়ী খুবই অল্প সময়ের মধ্যে এ সকল কোর্স কাজী আজিমউদ্দিন কলেজে চালুর করার জন্য অনুমোদন দেওয়া হবে। অনুষ্ঠানে প্রধান অতিথি ও সভাপতি বিজয়ী ছাত্রছাত্রীদের পুরস্কার ও কৃতী শিক্ষার্থীদের ক্রেস্ট প্রদান করেন।
COMMENTS