গাজীপুরে এক তরুণীকে অপহরণের চেষ্টার সময় ১২ জনকে আটক করা হয়েছে। জয়দেবপুর থানা পুলিশ রোববার রাতে মহানগরীর মজলিশপুর এলাকা থেকে তাদের আটক করে থানায় নিয়ে আসে।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, ওই গ্রামের জালাল উদ্দিনের মেয়ে মৌসুমী আক্তারের (২০) সঙ্গে কোনাবাড়ীর আমবাগ গ্রামের আবু হানিফের ছেলে জনির (২৫) প্রেমের সম্পর্ক ছিল।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, ওই গ্রামের জালাল উদ্দিনের মেয়ে মৌসুমী আক্তারের (২০) সঙ্গে কোনাবাড়ীর আমবাগ গ্রামের আবু হানিফের ছেলে জনির (২৫) প্রেমের সম্পর্ক ছিল।
বুধবার মৌসুমীর সঙ্গে ঢাকার মগবাজার এলাকার এক যুবকের বিয়ের কাবিন সম্পন্ন হয়। এ খবর জানতে পেরে প্রেমিক জনির নেতৃত্বে ১৫-১৬ জনের একদল যুবক রোববার রাত আটটার দিকে মৌসুমীদের বাড়িতে হানা দেয় এবং মৌসুমীকে অপহরণ করার চেষ্টা করে। এ সময় বাধা দিলে তার মা সাহেরা খাতুন, প্রতিবেশী খলিল ও মতিনকে মারধর করা হয়। এক পর্যায়ে তাদের চিৎকারে এলাকার লোকজন ছুটে এসে ওই যুবকদের ঘেরাও করে।
এ সময় এলাকাবাসী ১২ জনকে আটক করে কয়েকজনকে উত্তমমধ্যম দিলেও জনিসহ অন্যরা পালিয়ে যায়।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে আটকদের উদ্ধার করে থানায় নিয়ে আসে। আটকরা হলো ফয়সাল, আজিজুল হক, লিটন সরকার, রিমন, শহিদুল, আ. রশিদ, আতিশ বিশ্বাস, বাবুল, নয়ন, আসাদ, মমিন ও জুয়েল।
জয়দেবপুর থানার এসআই আক্রাম হোসেন জানান, অপহরণের চেষ্টার ঘটনায় আটকদের বিরুদ্ধে থানায় মামলা দায়ের করা হয়েছে।
- রাজীব সরকার
COMMENTS