আশজাদ রসুল সিরাজীঃ গাজীপুরে বাংলাদেশ ধান গবেষনা ইনস্টিটিউটে এবার শ্রমিক কর্তৃক লাঞ্চিত হয়েছেন নির্বাহী প্রকৌশলী মোঃ জাহিদ হাসান। কাজ না করে অতিরিক্ত হাজিরার দাবিতে গত ১৯ সেপ্টেম্বর শ্রমিক কর্তৃক লাঞ্ছিত হন তিনি। এ ঘটনায় তিনি নিরাপত্তাহীনতার কারণে অফিস করতে পারছেনা বলে এক চিঠিতে ইনস্টিটিউটের মহাপরিচালককে অবহিত করেছেন।
জানা গেছে, ওই দিন সকাল ১১টার দিকে শ্রমিক মোঃ মামুন হোসেনের নেতৃত্বে ১৫/২০জনের একদল শ্রমিক মোঃ জাহিদ হাসানের কক্ষে গিয়ে দরজায় লাথি মারতে মারতে অকথ্য ভাষায় শ্লোগান দিতে থাকে এবং প্রাণনাশের হুমকি দেয়।
তাছাড়া গত ১২ সেপ্টেম্বর পুনরায় ব্রি’ র সকল শ্রমিক মামুন ও মজিদের নেতৃত্বে মিছিল ও মিটিং করে বিজ্ঞানী মোঃ সিরাজুল ইসলাম, পিএসও; মোঃ কামরুজ্জামান মিলন, এসএসও এবং মোঃ রেজাউল মনির, এস এর বিরুদ্ধে অকথ্য ভাষায় শ্লোগান দেয় এবং প্রাণনাশের হুমকি প্রদান করে বলে অভিযোগ করেন বিজ্ঞানীরা।
উল্লেখ্য, গত ১৮ জুলাই ব্রি অডিটরিয়ামে সাবেক মহাপরিচালক মহোদয় কর্তৃক আহুত সভায় উপস্থিত কিছু শ্রমিকের হাজিরা বাতিলের ঘটনাকে কেন্দ্র করে গত ২২ জুলাই সকাল সাড়ে ১১টায় ঘটিকার সময় পরিচালক (প্রশাসন) এর কক্ষে খামার ব্যবস্থাপনা বিভাগের বিভাগীয় প্রধান ড. কে. পি. হালদার এবং পিএসও মোঃ সিরাজুল ইসলাম এর উপস্থিতিতে খামার ব্যবস্থাপনা বিভাগের শ্রমিক মোঃ আঃ মজিদ এবং মোঃ মামুন হোসেন মিলিতভাবে বিজ্ঞানী এসও রেজাউল মনিরকে শারীরিকভাবে লাঞ্জিত করে এবং অকথ্য ভাষায় গালাগালি করে। একই দিন আরো ৩/৪ জন বিজ্ঞানীকে শারীরিকভাবে লাঞ্চিত ও হুমকী প্রদান করা হয়। এ ঘটনার বিচারের দাবিতে বিজ্ঞানীরা কালোব্যাজ ধারণ এবং কর্মবিরতি পালন করেছেন।
COMMENTS