বাসের ধাক্কায় এক পোশাক শ্রমিক গুরুতর আহত হওয়ার ঘটনায় গাজীপুরের গার্মেন্টস সেক্টরে উত্তেজনা দেখা দিয়েছে। এ সময় মৃত্যুর গুজব ছড়িয়ে পড়লে শ্রমিকরা মহাসড়ক অবরোধের চেষ্টা করেন।
সোমবার বেলা পৌনে ২টায় গাজীপুর মহানগরের ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের বড়বাড়ি নামক স্থানে এ ঘটনা ঘটে।
সোমবার বেলা পৌনে ২টায় গাজীপুর মহানগরের ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের বড়বাড়ি নামক স্থানে এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্র জানায়, ঢাকাগামী বলাকা পরিবহনের একটি বাস কারখানার টিফিনের সময় রাস্তার পাশে অজ্ঞাত এক শ্রমিককে ধাক্কা দেয়। এতে ওই শ্রমিক গুরুতর আহত হলে তাকে আশঙ্কাজনক অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। গাজীপুর থানা পুলিশ বাসটি আটক করেছে।
ঘটনার প্রতিবাদে ও আহত শ্রমিকের মৃত্যুর গুজবে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে শ্রমিকরা মিছিল ও বিক্ষোভের চেষ্টা করছেন।
নাওজোর হাইওয়ে ফাঁড়ির সার্জেন্ট ইকবাল হোসেন
জানান, আহত শ্রমিক মারা যায়নি। মৃত্যুর গুজবে শ্রমিকরা আন্দোলন করার চেষ্টা করেছেন।
COMMENTS