জামায়াত আহুত দুই দিনের হরতালের প্রথম দিন বুধবার সন্ধ্যায় গাজীপুর শহরে ঝটিকা মিছিল করে রেললাইনে আগুন ধরিয়ে দিয়েছে জামায়াত-শিবির। চান্দনা চৌরাস্তায় একটি লেগুনায় অগ্নিসংযোগ করার সময় জনতা ২ জনকে আটক করেছে।
পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে কয়েক রাউন্ড রাবার বুলেট নিক্ষেপ করে। এর কয়েক মিনিটের মাথায় টঙ্গীর চেরাগ আলীতে একটি সিএনজি চালিত অটোরিকশায় আগুন দেওয়ার ঘটনা ঘটেছে।
পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে কয়েক রাউন্ড রাবার বুলেট নিক্ষেপ করে। এর কয়েক মিনিটের মাথায় টঙ্গীর চেরাগ আলীতে একটি সিএনজি চালিত অটোরিকশায় আগুন দেওয়ার ঘটনা ঘটেছে।
বুধবার সন্ধ্যা ৬টা থেকে ৭টার মধ্যে গাজীপুর ও টঙ্গীতে ওই সব ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, সন্ধ্যা ৬টার দিকে গাজীপুর শহরের জয়দেবপুর বাজার থেকে জামায়াত-শিবিরের একটি ঝটিকা মিছিল রাজবাড়ি রোড দিয়ে যায়। এ সময় জামায়াত-শিবির কর্মীরা রেলক্রসিংয়ে কাঠ-খড় দিয়ে আগুন ধরিয়ে দেন।
প্রায় একই সময় চান্দনা চৌরাস্তায় শাপলা ম্যানশনের সামনে জামায়াত-শিবির একটি লেগুনায় আগুন ধরিয়ে দেয়। এ সময় জনতা দুই পিকেটারকে আটক করে পুলিশে দেয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ কয়েক রাউন্ড রাবার বুলেট নিক্ষেপ করে।
এদিকে সন্ধ্যা পৌনে ৭টার দিকে টঙ্গীর চেরাগ আলীতে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে শিবির কর্মীরা একটি সিএনজি চালিত অটোরিকশায় অগ্নিসংযোগ করেন।
এদিকে স্থানীয় সুত্র জানায়, বুধবার সকাল ৭টার দিকে চান্দনা চৌরাস্তায় মসজিদের সামনে সাতাইশ পরিবহনের একটি বাসে আগুন দেন শিবির কর্মীরা। সকাল সাড়ে ১০টার দিকে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের বড়বাড়ি ও সালনা এবং বেলা ১১টার দিকে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের কোনাবাড়ি ও তেলিরচালা এলাকায় গণপরিবহনে বিচ্ছিন্নভাবে ইট-পাটকেল নিক্ষেপ করেন হরতালকারীরা।
নাওজোর হাইওয়ে পুলিশ ফাঁড়ির সার্জেন্ট ইকবাল হোসেন ২ পিকেটারকে আটকের বিষয়টি নিশ্চিত করেছেন।
COMMENTS