আবু হুরাইরা [রা:] থেকে বর্ণিত রাসুলুল্লাহ [সা:] বলেন: জু’মার দিনে যে ব্যক্তি জানাবত থেকে পবিত্র হওয়ার উদ্দেশ্যে গোসল করে এবং সর্বপ্রথম মসজিদে নামাজের জন্য গমন করে সে একটি উট কুরবানী করার সওয়াব পায় । এরপর যে গমন করে সে যেন একটি গাভী কুরবানী করল । যে তৃতীয়ক্ষণে গমন করে সে একটি শিং বিশিষ্ট দুম্বা কুরবানী করার সওয়াব পায়। এরপর যে গমন করে সে যেন একটি মুরগী দান করল । আর যে পঞ্চমতম ক্ষণে গমন করে সে যেন একটি ডিম দান করল । অত:পর ইমাম যখন খুতবা দেয়ার জন্য বের হন তখন ফেরেশতা মন্ডলী সওয়াব লেখা বন্ধ করে খুতবা শুনতে প্রস্তুত হয়ে যান । [বুখারী-৮৮১ মুসলিম-৮৫০]
(সুবহানাল্লাহ) আল্লাহ আমাদের জানার এবং বোঝার তৌফিক,দান করুন।
(সুবহানাল্লাহ) আল্লাহ আমাদের জানার এবং বোঝার তৌফিক,দান করুন।
COMMENTS