কালিয়াকৈর উপজেলার সফিপুর বাজারে সোমবার বিকালে ৩ ব্যবসায়ীকে জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত। ফলে ফরমালিন দেওয়ার অভিযোগে ওই জরিমান করেছে।
ভ্রাম্যমান আদালত সূত্রে জানা গেছে, উপজেলার সফিপুর বাজারে ব্যবসায়ীরা দীর্ঘ দিন ধরে ফলে ফরমালিন দিয়ে ফল বিক্রি করে আসছিল।
সোমবার বিকাল সাড়ে ৪টার দিকে কালিয়াকৈর উপজেলার সহকারী কমিশনার ভূমি (এসিল্যান্ড) নাছরিন আলম সাথীর নেতৃত্বে ওই বাজারে অভিযান চালানো হয়। এসময় ফলে ফরমালিন দেওয়ার অভিযোগে ব্যবসায়ী মো. হারেজ মিয়াকে ১০ হাজার টাকা, আবদুল বারেককে ৫ হাজার ও মো. শাহজাহান মিয়াকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। একই সঙ্গে ওই তিনটি দোকানের মালামাল সড়কের ওপর ফেলে নষ্ট করা হয়।
অভিযানের খবর পেয়ে অনেক ব্যবসায়ীরা দোকান বন্ধ করে পালিয়ে যায়। অভিযানে অন্যদের মধ্যে ছিলেন, উপজেলা মৎস কর্মকর্তা মামুন আর রশিদ, উপজেলার খাদ্য কর্মকর্তা খাদেম আলী ইসলাম।
কালিয়াকৈর উপজেলার সহকারী কমিশনার ভূমি (এসিল্যান্ড) নাছরিন আলম অভিযানে সত্যতা নিশ্চিত করেছেন।
COMMENTS