গাজীপুরের কালিয়াকৈর উপজেলা পল্লী বিদ্যুৎ এলাকায় বৃহস্পতিবার সানচেরি নামের একটি পোশাক তৈরির কারখানা বন্ধ করে দেয়ার গুজবে শ্রমিকরা কর্মবিরতিসহ বিক্ষোভ সমাবেশ করেছে। বিক্ষুব্ধ শ্রমিকরা কারখানার ভিতরে হামলা চালায় এবং কিছু আসবাবপত্র ভাংচুর করে। এ সময় তারা কয়েকজন চীনা কর্মকর্তাকে আটক করে।
৫ বছর আগে চীনের সানচেরি নামের কোম্পানি ওই এলাকার দেওয়ান মোয়াজ্জেম হোসেনের কাছ থেকে ২টি বহুতল ভবন ভাড়া নেয়। কয়েক দিন আগে ওই কারখানার ভবন মালিক দেওয়ান মোয়াজ্জেম হোসেন কারখানায় কর্মরত শ্রমিক ও কর্মচারীদের জানিয়ে দেন অক্টোবর মাসে ওই কোম্পানির সঙ্গে ভবনের চুক্তির মেয়াদ শেষ হবে। ওই ভবন অন্য আরেকটি কোম্পানির কাছে ভাড়া দেয়া হয়েছে। এই খবর ছড়িয়ে পড়লে শ্রমিকরা বিক্ষোভে ফেটে পড়ে। কাজ ফেলে রেখে কারখানার সামনেই বিক্ষোভ সমাবেশ করে। উত্তেজিত শ্রমিকরা কারখানার কয়েকজন বিদেশি কর্মকর্তাসহ কয়েকজন স্টাফকে আটক করে।
শিল্প-পুলিশের সহকারী উপপরিদর্শক শাহ আলম জানান, বিষয়টি চীনা মালিক, ভবন মালিক ও শ্রমিকদের নিয়ে সমঝোতার চেষ্টা চলছে। কারখানা এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
COMMENTS