রাজীব সরকার: গাজীপুরের কালিয়াকৈর উপজেলার বিশ্বাসপাড়া এলাকায় এ্যাপেক্স এডেলকি ফুটওয়্যার লিমিটেড কারখানার শ্রমিক রুমা আক্তার (২০) গলায় ওড়না পেচিয়ে ফাঁসিতে ঝুলে আত্মহত্যা করেছে। পারিবারিক আপোষ মিমাংসায় শুক্রবার সকালে তাকে দাফন করা হয়েছে।
এলাকাবাসী সুত্রে জানা গেছে, উপজেলার বিশ্বাসপাড়া এলাকার আব্দুল আজিজের বাড়ির ভাড়াটিয়া কাঁচা মাল ব্যবসায়ী আশরাফুল ইসলামের স্ত্রী রুমা আক্তার। বৃহস্পতিবার সন্ধ্যায় স্বামীর সাথে কথা কাটাকাটির এক পর্যায়ে রুমের মধ্যে গিয়ে গলায় ওড়না পেচিয়ে ফাঁসিতে ঝুলে আত্মহত্যার চেষ্টা করে। বাড়ীর লোকজন বুঝতে পেরে দরজা ভেঙ্গে তাকে জীবিত অবস্থায় উদ্ধার করে দ্রুত সফিপুর আনসার ভিডিপি একাডেমী হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন। নিহত রুমা ঢাকার ধামরাই থানার চাপিল এলাকার রবিউল ইসলামের মেয়ে।
নিহতের পিতা রবিউল ইসলাম জানান, ৩ মাস আগে নীলফামারীর ডিমলা উপজেলার চাপানীর বাজার এলাকার মৃতঃ রাব্বি সরকারের ছেলের সাথে রুমার বিয়ে হয়। বিয়ের পর থেকেই সে মানসিকভাবে অসুস্থ্য হয়ে পড়ে। বৃহস্পতিবার সন্ধ্যায় তিনি আত্মহত্যা করলে পারিবারিক ভাবে নিহতের লাশ দাফন করা হয়।
COMMENTS