রাজীব সরকারঃ ২০০১ সালের ১৫ জুন তৎকালীন স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী ও সদ্য প্রয়াত রাট্রপতি জিল্লুর রহমান গাজীপুরের কালিয়াকৈর পৌরসভার নিজস্ব ভবন নির্মাণের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। উপজেলার সফিপুর বাজারের উত্তর পার্শস্থ এলাকায় এ ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়। কিন্তু এই দীর্ঘ প্রায় ১২ বছর পার হতে থাকলেও ভিত্তিপ্রস্থর স্থাপনকৃত জমিতে কালিয়াকৈর পৌর ভবন নির্মাণ করা হয়নি। ফলে উপজেলা ইউনিয়ন পরিষদের একটি ভবনের দুটি কক্ষ ও সফিপুর বাজার এলাকায় একটি কক্ষ ভাড়া নিয়ে সপ্তাহে একদিন সেখানে পৌরসভার কার্যক্রম পরিচালনা করা হচ্ছে।
সরেজমিনে পরিদর্শন করে দেখা যায়, ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের উপজেলার সফিপুর বাজার থেকে পায়ে হেঁটে বা রিকশাযোগে সফিপুর-রতনপুর সড়ক ধরে মাত্র ২০০ গজ উত্তরে গেলেই দেখা যায় সড়কের ডানপাশে কালিয়াকৈর পৌর ভবনের ভিত্তিপ্রস্তর ফলক। ২০০১ সালের ১৫ জুন ওই পৌর ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন তৎকালীন স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী ও সদ্য প্রয়াত রাষ্ট্রপতি জিল্লুর রহমান। পৌরবাসীর প্রাণের দাবী ওই ভবনটি শুধু ভিত্তিপ্রস্থর ফলক রুপে দীর্ঘ একযুগ ধরে অযত্নে অবহেলায় ওই ২একর ৩৭ শতাংশ জমির ওপর রয়েছে। ওই জমিতে কিছু কলাগাছ ও অপ্রয়োজনী গাছে জঙ্গলে ভরে গেছে। ভিত্তি প্রস্তর ফলক থাকলেও নেই সেখানে পৌরসভার ভবন। অথচ পৌর ভবনের জন্য নতুন করে ৫৪ শতাংশ জমি অধিগ্রহণ করে রেখেছে পৌর কর্তৃপক্ষ। তবু ভাড়া করা অফিসে চলে পৌরসভার কার্যক্রম। কিন্তু পৌর কর্তৃপক্ষ বলছে অন্য কথা। পৌরসভার জন্য বরাদ্ধকৃত ওই জমিটি সরকারি সম্পত্তি এবং পৌরসভার নামে জমিটি না হওয়ায় পৌর ভবন নির্মাণ করা সম্ভব হচ্ছে না বলে জানায় কর্তৃপক্ষ।
স্থানীয় সুত্র জানায়, প্রয়াত রাষ্ট্রপতি জিল্লুর রহমান ২০০১ সালে পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী থাকাকালীন সময়ে কালিয়াকৈর পৌরসভার আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেন। উপজেলার সফিপুর বাজার এলাকার উত্তর পাশস্থ (রতনপুর রোড) সরকারি দুই একর ৩৭ শতাংশ জমির উপর পৌরসভার নিজস্ব ভবন তৈরির জন্য সেখানে ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। কিন্তু ভিত্তিপ্রস্তর স্থাপনকৃত জমিতে পৌর ভবন তৈরি না করে মাসে ২৫ হাজার টাকায় ভাড়া করা দুটি কক্ষে চলছে পৌরসভার কার্যক্রম। এর কয়েক বছর পর উপজেলা পরিষদের একটু দূরে মাকিশ বাথান এলাকায় পৌরসভার ভবন নির্মাণের জন্য পৌর কর্তৃপক্ষ নতুন করে ৫৪ শতাংশ জমি অধিগ্রহণ করে সাইনবোর্ড লাগিয়ে রাখে। কিন্তু সেখানেও পৌর ভবন তৈরী করা হচ্ছে না। আগে ভিত্তিপ্রস্তর স্থাপনকৃত জায়গায় পৌর ভবন তৈরি না করে জমি ক্রয় করায় পৌরবাসীর মধ্যে নানা প্রশ্ন হয়ে দাড়িয়েছে। কেন ওই জমিতে ভবন না করে নতুন করে জমি ক্রয় করলেন? তাছাড়া কয়েক মাস আগে পৌরসভার পক্ষ থেকে ওই নতুন জমিতে ভিত্তিপ্রস্থর করে। পরে ওই জমির উপর পৌরসভার উন্নয়নমুলক কাজের জন্য নির্ধারিত স্থান লিখে দুটি সাইনবোর্ড টানিয়ে দেওয়া হয়েছে।
এদিকে সফিপুর এলাকায় বরাদ্ধকৃত জমির ওপর পৌরসভার কার্যালয় নিমাণের দাবিতে বিভিন্ন সময় বিক্ষোভ, মিছিলসহ বিভিন্ন কর্মসুচী পালন করে পৌরবাসী।
পৌরসভার বাসিন্দা ও কালিয়াকৈর পৌর আওয়ামী লীগের আহ্বায়ক সিকদার মোশারফ হোসেন জানান, প্রয়াত রাষ্ট্রপতি জিল্লুর রহমানের ভিত্তিপ্রস্থর স্থাপনকৃত জমির ওপর ১২ বছরেও কোনো ভবন নির্মাণ না করায় বিষয়টি দুঃখজনক বলে জানান তিনি।
পৌরসভার ৮নং ওয়ার্ডের কাউন্সিলর সানোয়ার হোসেন আকুল বলেন, প্রয়াত মহামান্য রাষ্ট্রপতি জিল্লুর রহমানের প্রতি শ্রদ্ধা দেখিয়ে সফিপুর এলাকায় বরাদ্ধকৃত জমিতে পৌরভবন নির্মাণ করা উচিত। তিনি আরো বলেন, পৌরসভার ৭, ৮ ও ৯ নং ওয়ার্ডে বসবাসকারী ১০ লক্ষাধিক লোকজন সফিপুর এলাকায় পৌরসভার কার্যালয় নির্মাণের পক্ষে। কিন্তু কিছু প্রভাবশালী মহল ও মেয়র মজিবুর রহমানের ব্যক্তিগত স্বার্থে ওই জমিতে পৌরভবন হচ্ছে না। মুলত রাজনৈতিক বেড়াজাল ও ব্যক্তিগত স্বার্থ হাসিলের জন্য সফিপুর এলাকায় পৌর ভবন নির্মাণ হচ্ছে না বলেও তিনি দাবী করেন।
এ বিষয়ে কালিয়াকৈর পৌরসভার মেয়র মজিবুর রহমান গাজীপুরঅনলাইন ডটকম’কে জানান, সফিপুর এলাকায় পৌরসভার জন্য বরাদ্ধকৃত জমিটি সরকারি সম্পত্তি এবং পৌরসভার নামে জমিটি না হওয়ায় ওই স্থানে পৌর ভবন নির্মাণ করা হচ্ছে না বলে জানান তিনি।
COMMENTS