রাজীব সরকারঃ গাজীপুরের কালিয়াকৈর উপজেলার পূর্ব চান্দরা এলাকার একটি টেক্সটাইল কারখানাকে ২৬ লাখ টাকা জরিমানা করা হয়েছে। ডাইং কারখানার তরল বর্জ্যে পরিবেশ দূষণের দায়ে বুধবার বিকালে ওই জরিমানা করে পরিবেশ অধিদপ্তর।
এলাকাবাসী ও পরিবেশ অধিদপ্তর সূত্রে জানা গেছে, গাজীপুরের কালিয়াকৈর উপজেলার পূর্ব চান্দরা এলাকায় আইমন টেক্সটাইল এন্ড হোসিয়ারী লিমিটেড নামের একটি ডাইং কারখানা দীর্ঘ দিন ধরে তরল বর্জ্যে পরিবেশ দূষণ করে আসছিল। তাদের কারখানায় বর্জ্য শোধনাগার (ইটিপি) থাকলেও সেটি ক্রুটিপূর্ণ ছিল। যার কারনে কারখানার বিষাক্ত তরল বর্জ্য পার্শ্ববর্তী ঘনবসতি এলাকায় ছড়িয়ে পড়ে এবং পরিবেশের মারাত্মক দূষণ করছে। গোপন সংবাদে খবর পেয়ে সম্প্রতি পরিবেশ অধিদপ্তরের মনিটরিং এন্ড এনফোর্সমেন্ট টিম অভিযান চালিয়ে ঘটনার সত্যতা পান। পরে পরিবেশ অধিদপ্তর বুধবার কারখানা কর্তৃপক্ষকে ঢাকা অফিসে তলব করে। সেখানে শুনানি শেষে ওই কারখানাকে ২৬ লাখ টাকা জরিমানা করা হয়।
পরিবেশ অধিদপ্তরের পরিচালক (মনিটরিং এন্ড এনফোর্সমেন্ট) মো আলমগীর ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, গাজীপুর, নারায়ণগঞ্জ জেলায় দেশের অধিকাংশ ডায়িং কারখানা অবস্থিত এবং এদের মাধ্যমে তুরাগ এবং শীতলক্ষ্যা নদী মারাত্মক দূষণের স্বীকার হচ্ছে। এতে করে নদীতে এখন আর স্থানীয় লোকজন গোসল ও পানির কাজ করতে পারছে না। বিষয়টি পরিবেশ ও প্রতিবেশের জন্য মারাত্মক হুমকি স্বরূপ। পরিবেশ অধিদপ্তর প্রথম হতে এদের বিরুদ্ধে অভিযান অব্যাহত রেখেছে।
COMMENTS