রাজীব সরকারঃ পাঁচ বছরের শিশু ছোয়া টমটম চাপায় নিহত হয়েছে। সে কালিয়াকৈর উপজেলার বরাব গ্রামে মো: জাহাঙ্গীর আলমের মেয়ে। গতকাল মঙ্গলবার সকাল সাড়ে ৮টায় ঘটনাটি ঘটেছে।
এলাকাবাসী জানায়, মঙ্গলবার সকালে কালিয়াকৈর উপজেলার বরাব এলাকায় দোকান থেকে মজা আনতে গিয়ে কোনাবাড়ী-সাকাশ্বর আঞ্চলিক সড়ক পার হওয়ার সময় নিয়ন্ত্রণহীন একটি টমটম ছোয়াকে চাপা দেয়। এসময় এলাকাবাসী ছোয়াকে গুরুতর অবস্থায় হাসপাতালে নেওয়ার পথে সে মারা যায়।
এলাকাবাসী জানায়, মঙ্গলবার সকালে কালিয়াকৈর উপজেলার বরাব এলাকায় দোকান থেকে মজা আনতে গিয়ে কোনাবাড়ী-সাকাশ্বর আঞ্চলিক সড়ক পার হওয়ার সময় নিয়ন্ত্রণহীন একটি টমটম ছোয়াকে চাপা দেয়। এসময় এলাকাবাসী ছোয়াকে গুরুতর অবস্থায় হাসপাতালে নেওয়ার পথে সে মারা যায়।
ছোয়া’র দাদা আব্দুল কাদের মৃত্যু খবর নিশ্চিত করে জানান, বাড়ীর পাশে দোকানে গিয়েছিল ছোয়ার এসময় রাস্তা পার হওয়ার সময় দুর্ঘটনাটি ঘটে।
COMMENTS