কালিয়াকৈর উপজেলার উলুসড়া এলাকায় সৎপিতার পাষবিক নির্যাতনে চার বছর বয়সের শিশুর মৃত্যু হয়েছে। পাষান্ড পিতা ঘটনার সময় থেকে পলাতক রয়েছে।
এলাকাবাসী সুত্রে জানা জানাগেছে, গাজীপুরের কালিয়াকৈর উপজেলার উলুসড়া এলাকার কাজিমুদ্দিনের বাড়ীতে এক মাস আগে বাবুল হোসেন ও রুমী আক্তার নামে দুই দম্পতি একটি রুম ভাড়া নিয়ে বসবাস শুরু করে। মঙ্গলবার দুপুরে রুমা বাসা থেকে চলে গেলে বাবুল হোসেন তার সৎ মেয়ে সোনিয়া আক্তারকে(৪) পাষবিক নির্যাতন করে বাসা থেকে পালিয়ে যায়। পরে এলাকাবাসী ওই শিশুকে উদ্ধার করে টাঙ্গাইলের মির্জাপুর কুমুদ্দিনী হাসপাতলে ভর্তি করে। শিশুটি হাসপাতালে দুই দিন মৃত্যু সাথে পাঞ্জালড়ে বৃহস্পতিবার রাতে মারা যায়।
কাজিমুদ্দিনের স্ত্রী রুকেয়া বেগম জানান, বাবুলের বাড়ী ময়মনসিংহ জেলা এবং রুমীর বাড়ী টাঙ্গাইলে। সোনিয়ার মা হাসপাতাল থেকে লাশ নিয়ে দেশে চালে গেছে এবং বাবুল পলাতক রয়েছে।
COMMENTS