রাজীব সরকার •
জমি সংক্রান্ত বিরোধের জেরে শনিবার দুপুরে গাজীপুরের কালিয়াকৈরের বেনুপুরে দু’গ্রুপের মধ্যে সংঘর্ষে ১২ জন আহত হয়েছেন।
আহতদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে, তাদের মধ্যে মোসলেম উদ্দিন ও রাশেদের অবস্থা আশঙ্কাজনক।
প্রত্যক্ষদর্শীরা জানায়, উপজেলার বেনুপুরে পৌনে চার শতাংশ জমি নিয়ে গৌরা পাল ও মমিনের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। দুপুরে ওই জমির ওপর বানানো একটি ঘর ভাঙতে যায় আশাপুর এলাকার মৃত অলি মুদ্দিনের ছেলে মমিন ও তার ছেলেরা। এ সময় স্থানীয় আরিফ গ্রুপের লোকজন দেশীয় অস্ত্রে শস্ত্রে সজ্জিত হয়ে মমিন গ্রুপের ওপর হামলা করলে দু’গ্রুপের মধ্যে সংঘর্ষ বেঁধে যায়।
কালিয়াকৈর থানার ডিউটি অফিসার নাসিমা আক্তার জানান, এ ঘটনায় অভিযোগ দায়ের হয়েছে।
COMMENTS