গাজীপুরের কালিয়াকৈর উপজেলার আটাবহ ইউনিয়নের মহরাবহ গ্রামে ষ্টার ইউনিটি অফ সার্কেলের উদ্যোগে বুধবার দুপুরে স্বেচ্ছায় রক্তদান কর্মসূচী পালন করা হয়েছে। রক্তদান কর্মসূচীর প্রথম দিনে চার জন রক্তদান করেছেন।
এলাকাবাসী ও সংগঠন সুত্রে জানা যায়, প্রত্যন্ত অঞ্চলের মানুষের মধ্যে স্বাস্থ্য সেবা পৌছে দিতে ও প্রয়োজনের সময় রক্তদানের জটিলতা দুর করতে এলাকার কিছু যুবক “বি ডি সি (ব্লাড ডুনারস্ ক্লাব) কালিয়াকৈর” নামে এ সামাজিক সেবা মুলক সংগঠন গত মঙ্গলবার শুভ উদ্ভোধন করা হয়। বুধবার স্বেচ্ছায় রক্তদান কর্মসুচীর প্রথম দিনে বিনামূল্যে এলাকার প্রায় ৩০০ লোকের ব্লাড গ্রুপ পরীক্ষা করা হয়।
বিডিসি কর্তৃপক্ষ সুত্রে জানা গেছে, সংগঠনে বর্তমানে ১০০ জন সদস্য রয়েছে। ই-মেইল সংবাদের ভিত্তিতে সংগঠনের সদস্যদের মধ্যে রতন হোসেন, মিনহাজ হোসেন, আরিফ হোসেন ও মিজান হোসেন মির্জাপুর কুমদনীতে গিয়ে রক্তদান করেছে।
স্বেচ্ছায় রক্তদান কমিটির সার্বিক দায়িত্বপ্রাপ্ত সদস্য মো: ইমরান হোসেনের সভাপতিত্বে বুধবার দুপুরে এক আলোচনা সভার আয়োজন করা হয়। এ আলোচনা সভায় বক্তব্য রাখেন- আটাবহ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল আলীম, সংবাদিক আব্দুল আলীম অভি, সংবাদিক এইচ.এম.শহিদুল ইসলাম, ইউপি সদস্য মুস্তাফিজুর রহমান, সাংবাদিক আলহাজ হোসেন প্রমূখ।
স্বেচ্ছায় রক্তদান কমিটির সার্বিক দায়িত্বপ্রাপ্ত সদস্য মো: ইমরান হোসেন জানান, প্রতিদিনই কিছু কিছু নতুন সদস্য আমাদের সাথে যোগ দিচ্ছে। কিছুদিনের মধ্যে আমরা সব ধরনের রক্ত সেচ্ছায় সরবরাহ করতে পারব বলে জানান তিনি।
COMMENTS