কালিয়াকৈর থানায় বিভিন্ন মামলায় আটককৃত আসামীদের কোন প্রকার খাবার দেয়া হয় না বলে অভিযোগ উঠেছে। অবশ্য এ অভিযোগ অস্বীকার করেছেন কালিয়াকৈর থানা অফিসার ইনচার্জ ওমর ফারুক।
জানা গেছে, কালিয়াকৈর থানা পুলিশ যে কোন মামলার আসামী, সন্দেহজনক ভাবে আটকসহ বিভিন্ন ভাবে আটককৃত আসামীদেরকে দীর্ঘ সময় এমনকি ২৪ ঘন্টা থানা হাজতে রেখে দেন। অথচ কোন আসামীকে যখন ধরে থানা হাজতে রাখা হয় ঠিক তখন থেকে আসামীদেরকে দিনে তিন বেলা খাবার দেয়ার নিয়ম রয়েছে। কিন্তু দীর্ঘ সময় থানা হাজতে আসামীদের রাখার পরেও তাদেরকে পানি পর্যন্ত খাবার দেয়া হয় না।
এমন এক আসামী করিম। তাকে উপজেলার মেদুলিয়া গ্রাম থেকে হেরোইন সেবনের অভিযোগে মঙ্গলবার বিকেল ৪ টার দিকে ধরে আনে কালিয়াকৈর থানা পুলিশ। তাকে আনার পর থানা হাজতে রাখা হয়। কিন্তু পরের দিন বুধবার বিকেল ৩টা বেজে গেলেও তাকে কোন খাবার দেয়া হয়নি। এমনকি একজন কনস্টেবলকে পানি দিতে বললেও তাকে পানি দেয়া হয়নি।
আসামী করিমকে মামলার আয়ূ উপ-পরিদর্শক (এস আই) আতিকুর রহমান রাসেল তাকে বুধবার বিকেল তিনটার দিকে প্রাথমিক জিজ্ঞাসা বাদ করার সময় জানতে পারে তাকে কোন খাবার দেয়া হয়নি। পরে উপ-পরিদর্শক (এস আই) রাসেল অবশ্য ডিউটি অফিসার সহকারি উপ-পরিদর্শক (এ এস আই) বাদলকে জিজ্ঞাসা করেন কেন আসামীকে এখনও কোন খাবার দেয়া হয়নি। এসময় তাদের মধ্যে আসামীকে খাবার না দেয়া নিয়ে বাক বিতন্ডা করতে দেখা গেছে।
যে কোন আসামীকে থানায় আনা হয় তাকেই কোন খাবার দেয়া হয় না। থানা হাজতে থাকা আসামীরা তাদের পরিবারের লোকজন খাবার নিয়ে আসবে সে অপক্ষোয় থাকতে হয়। না আনলে তাদেরকে না খেয়ে থাকতে হয়।
এ ব্যাপারে কালিয়াকৈর থানার অফিসার ইনচার্জ ওমর ফারুক বিষয়টি অস্বীকার করে বলেন,“এটা কোন কথা নয়, অবশ্যই আসামীদেরকে থানা থেকে খাবার দেয়া হয়।”
COMMENTS