গাজীপুরে বিদেশি পিস্তল, গুলি ও গান পাউডারসহ আন্তঃজেলার ৭ সন্ত্রাসীকে আটক করেছে পুলিশ।
আটকরা হলেন- গাজীপুর জেলার কালিগঞ্জ উপজেলার মুন্সেফপুর গ্রামের সোলেমান মিয়ার ছেলে আমির হোসেন(২৩), বালিগাও গ্রামের চাঁন মিয়ার ছেলে আনোয়ার হোসেন (৩০), দড়িসোম গ্রামের মৃত সাহেদ আলীর ছেলে জিল্লুর রহমান(২০), নরসিংদী জেলার হেমন্ত সাহার মোড় এলাকার ফারুক মিয়ার ছেলে ঝিনুক মিয়া(২০), ঘোড়াশালের খিলপাড় গ্রামের আবুল হোসেনের ছেলে কুতুব উদ্দিন(২২), ঘোড়াশালের ফরতাতুল গ্রামের আ. মতিনের ছেলে মাসুদ( ২৬) ও কান্দাপাড়া গ্রামের আবুল কালামের ছেলে আমির আলী(২২)।
আটকরা হলেন- গাজীপুর জেলার কালিগঞ্জ উপজেলার মুন্সেফপুর গ্রামের সোলেমান মিয়ার ছেলে আমির হোসেন(২৩), বালিগাও গ্রামের চাঁন মিয়ার ছেলে আনোয়ার হোসেন (৩০), দড়িসোম গ্রামের মৃত সাহেদ আলীর ছেলে জিল্লুর রহমান(২০), নরসিংদী জেলার হেমন্ত সাহার মোড় এলাকার ফারুক মিয়ার ছেলে ঝিনুক মিয়া(২০), ঘোড়াশালের খিলপাড় গ্রামের আবুল হোসেনের ছেলে কুতুব উদ্দিন(২২), ঘোড়াশালের ফরতাতুল গ্রামের আ. মতিনের ছেলে মাসুদ( ২৬) ও কান্দাপাড়া গ্রামের আবুল কালামের ছেলে আমির আলী(২২)।
রোববার মধ্যরাতে জেলার কালিগঞ্জ থানা কম্পাউন্ডের প্রধান ফটকের সামনের একটি দোতলা বাড়ি থেকে তাদের আটক করা হয়।
স্থানীয় সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে কালিগঞ্জ পুলিশ থানা কম্পাউন্ডের সামনে রাস্তার পাশে গাজী বিল্ডিং নামে একটি বাড়ির দোতলা থেকে অস্ত্রগুলিসহ ৭ জনকে আটক করে। বাড়ির মালিক ঢাকায় থাকেন। আটকরা কিছু দিন আগে বাড়িটির একটি কক্ষ ভাড়া নিয়ে অস্ত্র, মাদক ও বোমা বানানোর কাজ শুরু করে আসছিল।
কালিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) নাজমূল ইসলাম ভূঁইয়া জানান, অভিযান চালিয়ে একটি বিদেশি পিস্তল, তিন রাউন্ড গুলি, দুটি ককটেল ও ২’শ গ্রাম গান পাউডার উদ্ধার করা হয়েছে।
COMMENTS