গতকাল গাজীপুরের কালীগঞ্জ উপজেলার প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের নিয়ে উপজেলা শিক্ষা অফিসের উদ্যোগে শহীদ ময়েজ উদ্দিন অডিটোরিয়ামে শিক্ষার মানোন্নয়নে এক মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
কালীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মোঃ কামরুল আহসান তালুকদারের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন-গাজীপুর জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোহাম্মদ মোফাজ্জল হোসেন। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন-কালীগঞ্জ উপজেলা শিক্ষা অফিসার মোঃ আবু ইউসুফ খান, উপজেলা রিসোর্স সেন্টারের ইন্সট্রাক্টর তরিকুল ইসলাম সেগুন ও উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলী মোঃ তদবীরুর রহমান। অনুষ্ঠানটি পরিচালনা করেন-উপজেলা সহকারী শিক্ষা অফিসার মোঃ মনির হোসেন। এ ছাড়া উপজেলা সহকারী শিক্ষা অফিসারবৃন্দ, বিভিন্ন প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও সহকারী শিকবৃন্দ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানের প্রধান অতিথি জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোহাম্মদ মোফাজ্জল হোসেন প্রাথমিক শিক্ষকদের উদ্দেশ্যে বলেন, ছাত্র-ছাত্রীদেরকে সৃজনশীল পদ্ধতিতে আনন্দের সাথে আন্তরিকতার সহিত শ্রেণী কক্ষে পাঠদানের ব্যবস্থা করাতে হবে। উপজেলা নির্বাহী অফিসার মোঃ কামরুল আহসান তালুকদার বলেন, প্রতিটি বিদ্যালয়ের প্রধান শিক্ষক ম্যানেজিং কমিটি ও এলাকার গন্যমান্য ব্যক্তিদের সাথে সমন্বয় করে শিক্ষার মানোন্নয়ন করা সম্ভব হবে বলে তিনি মনে করেন।
COMMENTS